ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিএনপিকেই মরণব্যাধির বেস্টনি ভাঙতে হবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১২, ১৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বিএনপিকেই মরণব্যাধির বেস্টনি ভাঙতে হবে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এক ভয়ঙ্কর মরণব্যাধির বেস্টনির মধ্যে দেশের মানুষ বাস করছে। এই বেস্টনি জাতীয়তাবাদী শক্তিকে ভাঙতে হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।  করোনা সনদ বিক্রি, অর্থ ও মানবপাচার এবং দুর্নীতির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ মানববন্ধনের আয়োজন করে।

রিজভী বলেন, প্রাইভেট হাসপাতালগুলোতে এমনভাবে বিল ওঠানো হয় যে মানুষ বেঁচে থাকলেও মরার মতো অবস্থা হয়।

তিনি বলেন, ‘একটা পাপুলকে কুয়েতে গ্রেপ্তার করা হয়েছে।  আরও কত পাপুল যে তৈরি হয়েছে সেটা বলা মুশকিল।  দুঃশাসনের মধ্যেই এগুলো তৈরি হবে, পাপুলরা এমপি হবে।  তাদের পক্ষে রাস্তা থাকবে। অর্থাৎ এক ভয়ঙ্কর মরণব্যাধি বেস্টনির মধ্যে বাংলাদেশের মানুষ বাস করছে। এই বেস্টনি ভাঙতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে ও মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক  ড. কাজী মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক দল উত্তরের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।


সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়