ঢাকা     শুক্রবার   ২৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১২ ১৪৩১

৭৪ দিন পর পল্টন অফিসে বিএনপির সংবাদ সম্মেলন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ১১ জানুয়ারি ২০২৪  
৭৪ দিন পর পল্টন অফিসে বিএনপির সংবাদ সম্মেলন

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসনমূলক নির্বাচন’ আখ্যা দিয়ে দীর্ঘ ৭৪ দিন পর বিএনপির পল্টনের অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান বিএনপির প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে শায়রুল কবির জানান, বিএনপির সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

আরো পড়ুন:

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমান।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষের কারণে মহাসমাবেশ শেষ হলে, সেদিন সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা দেওয়া হয়। সেই থেকে গত ৭৪ দিন তালাবদ্ধ থাকার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা আজ (বৃহস্পতিবার) খোলা হলো।

/মেয়া/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়