ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সবজির ভাল আবাদ ও দামে খুশি মুন্সীগঞ্জের কৃষক

শেখ মো. রতন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৩, ২৯ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সবজির ভাল আবাদ ও দামে খুশি মুন্সীগঞ্জের কৃষক

মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জে এবছর সবজির আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।শীতকালীন সবজি বিক্রি করে চাষিরা খরচ পুষিয়েও লাভবান। ভাল আবাদ ও ভাল দাম পেয়ে জেলার কৃষকরা খুশী ।

গত কয়েক বছর ধরে প্রতিকূল আবহাওয়ায় কারণে মুন্সীগঞ্জে শীতকালীন সবজি আবাদ ক্ষতিগ্রস্ত হলেও এবছর আবহাওয়া অনুকূলে। ফলে মুন্সীগঞ্জে এবার ব্যাপক সবজি আবাদ হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার ৬টি উপজেলায় এবছর ৪ হাজার হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এর মধ্যে ৪ হাজার ২১৮হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি।

 


সূত্র জানায়, এখন পর্যন্ত টমেটো ২১৫হেক্টর, লালশাক ৫৮৪ হেক্টর, সিম-২৪৫ হেক্টর, লাউ-৬২৫ হেক্টর, মূলা-৪০৫ হেক্টর, বেগুন ১৮১ হেক্টর, শসা ৫ হেক্টর, খিড়াই-৩৩৭ হেক্টর, মিষ্টি কুমড়া ৪৮৮ হেক্টর, ফুলকপি ২৬৫ হেক্টর, বাঁধাকপি ১১১ হেক্টর, ডাটা-২২৪ হেক্টর, উস্তা ৩২৯ হেক্টর ও ১৫৯ হেক্টর জমিতে পালনশাক আবাদ হয়েছে। পাশাপাশি স্বল্প কিছু  জমিতে ধনে পাতা, গাজরসহ অন্যান্য সবজিরও আবাদ হয়েছে।

সবজির ভালো ফলনের পাশাপাশি বাজারে ভালো দাম পাওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে। মুন্সিগঞ্জে প্রধানত আলু চাষ হলেও এবার জেলার ৬টি উপজেলায় আলুর পাশাপাশি শীতকালীন সবজির ব্যাপক চাষ হয়েছে ।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, মুন্সীগঞ্জ সদর উপজেলার চর কিশোরগঞ্জ, পাচঁ-গড়িয়াকান্দি, কাটাখালি, বাংলাবাজার, মহাকালিসহ টঙ্গিবাড়ি ও সিরাজদিখান উপজেলার কয়েকটি গ্রামেও অন্তত ২০-২৫ ধরনের সবজির আবাদ হয়েছে।

 


মাঠের অনেক কৃষকই জানান, তারা প্রত্যেকেই খরচ পুষিয়েও এ বছর অনেকটাই লাভবান হয়েছেন। উৎপাদিত এসব সবজি মুন্সীগঞ্জ ছাড়াও ঢাকা-নারায়ণগঞ্জসহ আশপাশের জেলার বাজারগুলোতেও বিক্রি করছেন।

মুন্সীগঞ্জের সদর উপজেলার  দক্ষিণ ইসলাম ও খাসকান্দি এলাকার কপি চাষিরা জানান, প্রতি কপিতে গড়ে  ১০-১৫ টাকা ব্যয় হলেও বিক্রি করছেন ২০ থেকে ২৫ টাকায়। জমিতে ফলনও  ভালো হয়েছে। তাই এ বছর ভালই লাভ করেছেন তারা।

মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হুমায়ুন কবির জানান, প্রবল বৃষ্টির কারণে মৌসুমের শুরুতে সবজি আবাদে ক্ষতির সম্ভাবনা দেখা দিলেও পরবর্তীতে আবহাওয়া ভালো থাকায় আর ক্ষতির মুখোমুখি হতে হয়নি।

 

 

রাইজিংবিডি/মুন্সীগঞ্জ/২৯ জানুয়ারি ২০১৮/শেখ মোহাম্মদ রতন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়