ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হবিগঞ্জের শহরতলীতে টমেটো চাষের ধুম

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৫, ১৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হবিগঞ্জের শহরতলীতে টমেটো চাষের ধুম

ভাল ফলন হওয়ায় হবিগঞ্জের শহরতলীতে টমেটো চাষের ধুম পড়েছে। শত শত কৃষক এখন ঝুঁকে পড়েছেন টমেটো চাষে।

স্বল্প জমিতে টমেটো চাষ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন অনেকেই। এমন একজন হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর গ্রামের কৃষক সিদ্দিক আলী।

সুতাং নদীর পাড়ের বাসিন্দা তিনি। বাড়ির পাশে স্বল্প জমিতে (প্রায় ১৫ শতক) উন্নতজাতের টমেটো চাষ করেছেন। মাসখানেক ধরে গাছ থেকে টমেটো সংগ্রহ করে বাজারে নিয়ে বিক্রি করছেন। ইতোমধ্যেই চাষের খরচ উঠিয়ে লাভবান তিনি।

টমেটো ক্ষেতে পরিচর্যা করাকালে আলাপ হয় সিদ্দিক আলীর ছেলে বিলাল মিয়ার সাথে। তিনি জানান, শুরুতে প্রতিকেজি টমেটো ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি করেছেন। বর্তমানে ২০ থেকে ২৫ টাকায় পাইকারদের কাছে বিক্রি করছেন। স্বল্প জমিতে টমেটো চাষে প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে, এরইমধ্যে বিক্রি করে ৩০ হাজার টাকা লাভ করেছেন তিনি।

তারই পাশের আরেক চাষি আমিনুল হক। তার ক্ষেতে গাছজুড়ে টমেটো। গাছ থেকে টমেটো সংগ্রহ করা হচ্ছে। আমিনুল বললেন, ‘টমেটো চাষ লাভজনক। তার প্রমাণ সিদ্দিক আলী। আমরাও চাষ করেছি। আশা করছি ভালই লাভবান হবো।’

রাজিউড়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাজেশ আচার্য্য বলেন, ‘এ  ইউনিয়নে মৌসুমে প্রায় ১৬ একর জমিতে টমেটোর চাষ হয়। এখানকার কৃষকরা পরিশ্রম করতে পারেন। এবারো তারা অনেক লাভবান হবেন।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ তমিজ উদ্দিন খান বলেন, ‘এ মৌসুমে জেলার বিভিন্ন স্থানে প্রায় ১৬০০ একর জমিতে টমেটোর চাষ হয়েছে। টমেটো চাষ করে লাভের মুখ দেখছেন শত শত কৃষক। কৃষি বিভাগ তাদের পাশে আছে।’


মামুন চৌধুরী/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়