ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ব্যাংকিং ব্যবস্থায় ত্রুটি সারাতে চেষ্টার কমতি নেই

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ১৮ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যাংকিং ব্যবস্থায় ত্রুটি সারাতে চেষ্টার কমতি নেই

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ব্যাংকিং ব্যবস্থায় নিয়মকানুন প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক বড় বড় পদক্ষেপ সরকার গ্রহণ করেছে। অনেক উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে শাস্তি প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের দশম অধিবেশনে ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনিয়ম ও ত্রুটিমুক্তভাবে পরিচালিত করার জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হউক’ শীর্ষ সিদ্ধান্ত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকার এবং বিরোধী দলের সদস্যদের সমালোচনার জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এখনো সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। কিন্তু আমাদের চেষ্টার কোনো কমতি নেই। 

তিনি বলেন, শুধু চাইলেই একটা জিনিস পাওয়া যায় না। এটাকে কার্যকরী করতে সময় লাগে। এখানে দেখতে হয়, যে অনুশাসন বা বিধান আমরা করছি, সেটা যেন প্রয়োগবাদী হয় সেটাই আমাদের লক্ষ্য।

ব্যাংক আইন নীতিমালা ও সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে অর্থমন্ত্রী আরও বলেন, দেশের জন্মলগ্ন থেকেই ব্যাংকিং সেক্টরের অনিয়ম ছিল। একসময় এটা মারাত্মক আকার ধারণ করে। ঋণখেলাপির সংখ্যা দাঁড়ায় শতকরা ৪০ ভাগ, এখন সেটা কমে ১০, ১২-তে নেমে এসেছে। এই অনিয়ম দূর করা একটা চলমান প্রক্রিয়া। সেটা অব্যাহত আছে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৮/আসাদ/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়