ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সেপ্টেম্বরে সাড়ে ৭১ কোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ৩ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেপ্টেম্বরে সাড়ে ৭১ কোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেপ্টেম্বর মাসে ৭১ কোটি ৫০ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে। বুধবার বিকেলে বিজিবি’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকা ও অন্যান্য স্থানে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। এর মধ্যে ১৪ লাখ ৫৪ হাজার ৩ শ’ ৯০টি ইয়াবা ট্যাবলেট, ৮ হাজার ১০৮ বোতল বিদেশী মদ, ৯শ’ ১৬ লিটার বাংলা মদ, ১ হাজার ৬শ’ ৮৮ ক্যান বিয়ার, ২৪ হাজার ১শ’ ৭৯ বোতল ফেনসিডিল, ১ হাজার ১শ’ ৯৬ কেজি গাঁজা, ৪ কেজি ৬শ’ ৯৭ গ্রাম হেরোইন, ২ লাখ ৮৪ হাজার ৮শ’ ৭৪টি অ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট। আর চোরাচালান দ্রব্যের মধ্যে ১ কেজি ৭শ’ ৪৬ গ্রাম স্বর্ণ, ৩ হাজার ২৬টি শাড়ি, ১ হাজার ২৮৩টি থ্রি পিস, ২শ’ ২৫ মিটার থান কাপড়, ৪৮৮টি তৈরি পোশাক, ৬টি ট্রাক, ৪টি পিকআপ, ১০টি সিএনজি চালিত অটোরিক্সা, ৫৫টি মোটর সাইকেল ও অন্যান্য মালামাল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত আছে।



রাইজিংবিডি/ঢাকা/৩ অক্টোবর ২০১৮/মাকসুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়