ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘নদীপথে যাত্রীদের সেবা দেওয়ার চেষ্টা করেছি’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ৯ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নদীপথে যাত্রীদের সেবা দেওয়ার চেষ্টা করেছি’

নিজস্ব প্রতিবেদক :  নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ঈদে নদীপথে যাত্রীদের সেবা দেওয়ার চেষ্টা করেছি। শতভাগ সফল হয়েছি দাবি করব না, তবে অসন্তুষ্ট নই।

রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘সদরঘাটের সীমানা বুড়িগঙ্গার দুই সেতু পর্যন্ত সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। এ জন্য একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এটি বাস্তবায়ন হতে দুই বছর সময় লাগবে।’

তিনি বলেন, ‘সদরঘাটের সামনে বাস-সিএনজির যে নৈরাজ্য সেটি বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি নৌ মন্ত্রণালয়ের একার নয়। তাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে চিঠি লেখা হয়েছে। আশা করছি, এ নৈরাজ্য বন্ধ হবে।’

তিনি আরো বলেন, ‘দেশে বর্ষা মৌসুমে নৌপথের পরিমাণ ৬ হাজার কিলোমিটার। শুষ্ক মৌসুমে এর পরিমাণ আরো কমে যায়। নৌপথকে স্বাচ্ছন্দ্য করতে এর পরিসীমা ৬ হাজার কিলোমিটার থেকে বাড়িয়ে ১০ হাজার কিলোমিটার পর্যন্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এই খাতে সেবাদানের ক্ষেত্রে খুবই আন্তরিক। এ কারণে এই মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ানো হয়েছে।’

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সামাদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





রাইজিংবিডি/ঢাকা/৯ জুন ২০১৯/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়