ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মুনাফা-লভ্যাংশ কমার শঙ্কায় পুঁজিবাজারের কোম্পানিগুলো

নুরুজ্জামান তানিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ২১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুনাফা-লভ্যাংশ কমার শঙ্কায় পুঁজিবাজারের কোম্পানিগুলো

করোনা মোকাবিলায় ২৬ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি থাকায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোও বন্ধ রয়েছে। দীর্ঘদিন ব্যবসায়িক কর্মকাণ্ড বন্ধ থাকায় কোম্পানিগুলো মুনাফার ধারাবাহিকতা কিভাবে বজায় রাখবে, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এতে কোম্পানিগুলোর মুনাফার পাশাপাশি লভ্যাংশের পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা করছেন বিনিয়োগকারী।

সংশ্লিষ্টরা বলছেন, দেশের রফতানি খাতের সিংহভাগ পোশাক খাতের ওপর নির্ভরশীল। তাই এর প্রভাবও পুরো রফতানি বাণিজ্যের ওপর পড়ার আশঙ্কা রয়েছে। আর করোনার প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে তৈরি পোশাক খাতের কোম্পানিগুলো। কারণ করোনার জন্য উৎপাদন বন্ধ থাকায় কোম্পানিগুলোর পণ্য রফতানি করতে পারছে না। এই মুহূর্তে অধিকাংশ কোম্পানির অর্ডারও বাতিল হয়ে গেছে। বর্তমানে পুঁজিবাজারে বস্ত্র খাতের ৫৬টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত রয়েছে, যার সিংহভাগই রপ্তানিমুখী।

এছাড়া তৈরি পোশাক খাত ছাড়াও পুঁজিবাজারের ভ্রমণ, অবকাশ, সেবা ও আবাসন খাতের কোম্পানিগুলোতে করোনার নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এই দুই খাতে তালিকাভুক্ত মোট ৯টি কোম্পানি রয়েছে। আরও বেশ কিছু খাতে পরোক্ষভাবে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আর সার্বিক প্রেক্ষাপটে এসব প্রভাব ব্যাংক খাতের ওপর প্রভাব বর্তাবে বলে ধারণা করছেন তারা।

এদিকে, করোনা দীর্ঘদিন থাকলে দেশের সার্বিক পরিস্থিতি কেমন হবে, সে বিষয়টি বাজার-সংশ্লিষ্টদের ভাবিয়ে তুলছে। ইতোমধ্যে সরকার সাধারণ ছুটির মেয়াদ চতুর্থ দফা বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেছে। ফলে করোনার প্রভাবে ধারাবাহিক দরপতনের মুখে যেসব বিনিয়োগকারী ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা শেষ পুঁজিটুকু ফিরে পাবেন কি না, তা নিয়েও শঙ্কায় রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইয়িং ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আসিফ মঈন  ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন প্রায় একই কথা বলেন। তারা বলেন, ‘করোনার প্রভাবে পোশাক খাতে সর্বোচ্চ বিপর্যয় দেখা দেবে। আরও দুই মাস রফতানি কার্যক্রম বন্ধ থাকার আশঙ্কা রয়েছে। কোম্পানিগুলো সামনের দিকে যে পরিমাণ মুনাফার প্রত্যাশা করেছিল, তা অর্জন করা সম্ভব হবে না। এর প্রভাব পড়বে কোম্পানির মুনাফা ও লভ্যাংশের ওপরও।’

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক বলেন, ‘করোনার প্রভাবে সব কোম্পানির উৎপাদন বন্ধ রয়েছে। এর প্রভাব কতদিন স্থায়ী হবে, তা কেউই সুনির্দিষ্ট করে বলতে পারছে না। এতে রফতানির্ভর পোশাক খাতের ওপর বেশি প্রভাব ফেলার আশঙ্কা রয়েছে।’


ঢাকা/এনটি/এনই

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়