ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১৫ ও ১৬তম দিনের বিজয়ী রাশেদুল ইসলাম ও পিন্টু চৌধুরী

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ৩০ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৫ ও ১৬তম দিনের বিজয়ী রাশেদুল ইসলাম ও পিন্টু চৌধুরী

১৬তম দিনের বিজয়ী নরসিংদীর পিন্টু চৌধুরী

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ উপলক্ষে ১৪ জুন থেকে শুরু হয়েছে ওয়ালটন-রাইজিংবিডি বিশ্বকাপ ফুটবল কুইজ-২০১৮। এই কুইজ চলবে বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত। কুইজ চলাকালীন প্রতিদিন একজন ভাগ্যবান বিজয়ী ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে একটি স্মার্টফোন জেতার সুযোগ পাচ্ছেন।

ওয়ালটন-রাইজিংবিডি বিশ্বকাপ কুইজের ১৫তম দিনে ১ হাজার ৮৮৯ জন অংশ নিয়েছিলেন। তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ১ হাজার ৫ ৪২ জন। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়ে একজন প্রতিযোগী জিতে নিয়েছেন ওয়ালটনের আকর্ষণীয় স্মার্টফোন। সেই বিজয়ী নারায়ণগঞ্জের রাশেদুল ইসলাম। অন্যদিনে ১৬তম দিনে মোট ৩ হাজার ২৭৭ জন অংশ নিয়েছিলেন। তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ২ হাজার ৯৩৩ জন। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়ে একজন প্রতিযোগী জিতে নিয়েছেন ওয়ালটনের আকর্ষণীয় স্মার্টফোন। সেই বিজয়ী নরসিংদীর পিন্টু চৌধুরী।

বিজয়ী পিন্টু চৌধুরী বলেন, ‘আমি দ্বিতীয় দিন থেকেই অংশ নিয়ে আসছিলাম। ভেবেছিলাম বিজয়ী হব না। আমি আসলে বিশ্বাস করতে পারছি না। এখনো ঘোরের মধ্যে আছি। আসলে খুবই ভালো লাগছে। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ওয়ালটনকে। আশা করব ভবিষ্যতেও তারা এরকম প্রতিযোগিতার আয়োজন করবে।’

পিন্টু চৌধুরী চলমান বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থক। তার বিশ্বাস আজ ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনা জিতবে।

১৫তম দিনের বিজয়ী নারায়ণগঞ্জের রাশেদুল ইসলাম রিফাত


এদিকে প্রথমবারের মতো বিজয়ী হয়ে ভীষণ খুশি নারায়ণগঞ্জের রাশেদুল ইসলাম। তিনি বলেন, ‘খুব খুশি লাগছে। ভাষায় প্রকাশ করতে পারব না। আমি কখনোই ভাবিনি পুরস্কার পাব। গেল এক সপ্তাহ ধরে চেষ্টা করে আসছি। অবশেষে বিজয়ী হলাম। ভীষণ ভালো লাগছে।’

রাশেদুল ইসলাম বিশ্বকাপে ব্রাজিল দলকে সমর্থন করছেন। তার বিশ্বাস ব্রাজিল ফাইনাল খেলবে। ষষ্ঠ শিরোপা নিয়ে তারা দেশে ফিরতে পারবে।

চাইলে আপনিও অংশ নিতে পারেন ওয়ালটন-রাইজিংবিডি বিশ্বকাপ ফুটবল কুইজ প্রতিযোগিতায়। সেজন্য আপনাকে রাইজিংবিডি ডটকমের নির্দিষ্ট লিঙ্কে () গিয়ে ক্লিক করে কুইজের সঠিক উত্তর দিতে হবে

প্রতিযোগিতায় অংশ নিতে অবশ্যই নিজের নাম, মোবাইল ফোন নম্বর এবং ই-মেইল ঠিকানা নির্ভুলভাবে লিখতে হবে। একবারের বেশি উত্তর দেওয়ার প্রয়োজন নেই।

বিশ্বকাপ শেষে ৩১ দিনের মোট ৩১ জন বিজয়ীকে তাদের পুরস্কার হস্তান্তর করা হবে।





রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়