ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

না’গঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ১৩ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
না’গঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : জেলার আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকায় বৃহম্পতিবার গণসংযোগকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন আহত হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন জানিয়েছেন।

জেলা বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান আব্দু জানান, তাদের দলের প্রার্থী নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে সাতগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছিলেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের স্থানীয় পুরিন্দা বাজার এলাকায় পৌঁছলে বহরে থাকা কয়েকটি মাইক্রোবাস আটক করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে আজাদ তার গাড়ি নিয়ে ঘটনাস্থলে যান। 

তিনি আরো বলেন, এ সময় আজাদের গাড়িসহ ছয়টি গাড়ি ভাংচুর করা হয়। বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়।

সাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জাকির হোসেন বাবলু বলেন, ‘আমাদের প্রার্থী নজরুল ইসলাম বাবুর পক্ষে স্থানীয় যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রচার চালাচ্ছিলেন। এ সময় বিএনপির নেতা-কর্মীরা প্রথমে তাদের ওপর চড়াও হয়। যুবলীগ-ছাত্রলীগের নেতারা তাদের থামানোর চেষ্টা করেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে গণ্ডগোল হয়েছে।’ 

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, দুই দলের প্রার্থীর লোকজনের মধ্যে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।



রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/১৩ ডিসেম্বর ২০১৮/হাসান উল রাকিব/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ