ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

দৌলতপুরে সাংবাদিকের ওপর হামলা

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ১১ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দৌলতপুরে সাংবাদিকের ওপর হামলা

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে এম এ রাজ্জাক (৪৫) নামের এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তিনি বর্তমানে দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রোববার রাত ১০টার দিকে নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

এম এ রাজ্জাক দৈনিক আমার সংবাদ পত্রিকার দৌলতপুর প্রতিনিধি হিসেবে কর্মরত।

স্থানীয়রা জানায়, রোববার রাত ১০টার দিকে উপজেলা পরিষদ বাজারের নিজ কার্যালয় থেকে মোটরসাইকেল যোগে পার্শ্ববর্তী মানিকদিয়াড় গ্রামে নিজ বাড়ির সামনে পৌঁছালে পূর্ব থেকে ওঁত পেতে থাকা ৪/৫ জন দুর্বৃত্ত তাকে হাতুড়ি ও রড দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। এরপর তার স্বজনরা দ্রুত তাকে দৌলতপুর হাসপাতালে নিয়ে যান।

দৌলতপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিগার সুলতান জানান, এম এ রাজ্জাকের মাথায় গুরুতর আঘাত লেগেছে। এ ছাড়া, সারা শরীরে রডের আঘাত রয়েছে।

দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কিছু আলামত উদ্ধার করেছে।

হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

সাংবাদিক এম এ রাজ্জাকের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দৌলতপুরের সাংবাদিক সমাজ। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছেন।




রাইজিংবিডি/কুষ্টিয়া/১১ ফেব্রুয়ারি ২০১৯/কাঞ্চন কুমার/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়