ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিডিজবস চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের ঢল

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ৯ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিডিজবস চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের ঢল

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : দেশের সর্ববৃহৎ চাকরির ওয়েবসাইট বিডিজবস ডটকমের (BDjobs.com) আয়োজনে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চলছে দুই দিনব্যাপী ‘বিডিজবস চাকরি মেলা’।

ঢাকা এবং চট্টগ্রামের ৫৬টি শীর্ষস্থানীয় কোম্পানির অংশগ্রহণে এ চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে। অংশগ্রহণকারী কোম্পানিগুলোর ২০০টি পদের জন্য চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে জীবন-বৃত্তান্ত সংগ্রহ করছে।

আজ মেলার প্রথম দিনে ২০,০০০ এর অধিক চাকরিপ্রত্যাশী তাঁদের পছন্দের প্রতিষ্ঠানে জীবন-বৃত্তান্ত জমা দিয়েছে।

বিডিজবস ডটকম প্রতি বছর বিভিন্ন শহরে চাকরি মেলা আয়োজন করে থাকে। এ মেলার মাধ্যমে ২০০ এর অধিক চাকরিপ্রার্থীরা তাদের স্বপ্নের চাকরি খুঁজে পাবে বলে আশা করছেন বিডিজবস ডটকমের পরিচালক-সেলস অ্যান্ড মার্কেটিং প্রকাশ রায় চৌধুরী।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন এ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর এইচ এম সোহেল খান, বিডিজবস ডটকমের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ইমরুল কায়েস, চট্টগ্রাম বিজনেস হেড মো. জমির হোসেন এবং মেলার সমন্বয়ক মোহাম্মদ আলী ফিরোজ।



রাইজিংবিডি/ঢাকা/৯ এপ্রিল ২০১৯/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়