ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আইফোন উন্মোচন অনুষ্ঠান ইউটিউবে

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইফোন উন্মোচন অনুষ্ঠান ইউটিউবে

অ্যাপলের সিইও টিম কুক

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ২০১২ সাল থেকে প্রতিবছরের সেপ্টেম্বর মাসে নতুন মডেলের আইফোন উন্মোচন করে আসছে অ্যাপল। তারই ধারাবাহিকতায় আগামীকাল ১০ সেপ্টেম্বর মঙ্গলবার, পরবর্তী প্রজন্মের আইফোন উন্মোচন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে এক ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে অ্যাপল। ধারণা করা হচ্ছে, এই ইভেন্টেই নতুন তিনটি আইফোন উন্মোচন করবে প্রতিষ্ঠানটি।

চমকপ্রদ খবর হচ্ছে, এবার প্রথমবারের মতো অ্যাপল তাদের অনুষ্ঠানটি ইউটিউবে লাইভ দেখানোর ঘোষণা দিয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় ইউটিউবে অ্যাপলের অফিসিয়াল চ্যানেলে ইভেন্টটি সরাসরি সম্প্রচারিত হবে। যা যেকেউ দেখতে পারবে।
গুঞ্জন শোনা যাচ্ছে যে, ‘অ্যাপল স্পেশাল ইভেন্ট’ নামক এই ইভেন্টে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি নতুন তিন মডেলের আইফোনের পাশাপাশি নতুন মডেলের অ্যাপল ওয়াচ, ম্যাকবুক প্রো, আইপ্যাড প্রোসহ অন্যান্য হ্যার্ডওয়্যার পণ্য এবং নতুন সফটওয়্যার আপডেট সহ বিভিন্ন পরিষেবা নিয়ে আসার ঘোষণা দেবে।

তথ্যসূত্র : জিএসএম অ্যারেনা


রাইজিংবিডি/ঢাকা/৯ সেপ্টেম্বর ২০১৯/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়