ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ডুয়াল মোড ৫জি স্মার্টফোন আনছে অপো

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ২৪ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডুয়াল মোড ৫জি স্মার্টফোন আনছে অপো

ডুয়াল মোড ৫জি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো। চলতি বছরের শেষের দিকে স্মার্টফোনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে।

বার্সেলোনায় অনুষ্ঠিত কোয়ালকম ৫জি সামিটে এ ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান ৫জি সায়েন্টিস্ট হেনরি ট্যাং। স্মার্টফোনটিতে থাকবে কোয়ালকমের ডুয়াল মোড ৫জি প্ল্যাটফর্ম, যা একইসাথে স্ট্যান্ডঅ্যালোন (এসএ) এবং নন-স্ট্যান্ডঅ্যালোন (এনএসএ) নেটওয়ার্ক সমর্থন করবে।

সম্মেলনে ৫জির বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পণ্য ও অ্যাপ্লিকেশনের পাশাপাশি নতুন প্রজন্মের এ নেটওয়ার্ক আর কী কী অত্যাধুনিক সুবিধা দেবে ব্যবহারকারীদের, তা তুলে ধরেন হেনরি ট্যাং। তিনি বলেন, ‘অপো এবং অন্যান্য প্রতিষ্ঠানের নিরলস প্রচেষ্টার ফলে ৫জি প্রযুক্তির দ্রুত ব্যবহার বৃদ্ধির পথ সুগম হয়েছে। নির্দিষ্ট কয়েকটি দেশ এবং অঞ্চলের ৫জি ব্যবহারকারীরা এরই মধ্যে অপোর ৫জি স্মার্টফোন ব্যবহার করতে শুরু করেছে।’ অপোর নতুন ডুয়াল মোড ৫জি স্মার্টফোন বিশ্বব্যাপী ব্যবহারকারীদের আরো দারুণ অভিজ্ঞতা প্রদান করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ বছরের মে মাসে অপো সুইজারল্যান্ডের শীর্ষস্থানীয় টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান সুইসকমের সাথে অংশিদারিত্বের ভিত্তিতে দেশটির বাজারে রেনো ৫জি স্মার্টফোন উন্মুক্ত করেছে। বাণিজ্যিকভাবে ইউরোপের বাজারে আনা এটিই প্রথম ৫জি স্মার্টফোন। বিশ্বব্যাপী ৫জির ব্যবহার ত্বরান্বিত করতে বর্তমানে বেশ কিছু মোবাইল অপারেটরের সাথে অপো সক্রিয়ভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় সামনের দিনগুলোতে আরো কিছু ৫জি ডিভাইস নিয়ে আসবে বলে জানিয়েছে।

৫জি প্রযুক্তির উন্নয়নে অপো এরই মধ্যে মান নির্ধারণ, সফটওয়্যার উন্নয়ন এবং অন্যান্য প্রযুক্তিগত ক্ষেত্রে বিশেষ অবস্থান তৈরি করেছে। এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত ইউরোপিয়ান টেলিকমিনিকেশন্স স্ট্যান্ডার্ড ইনস্টিটিউটে (ইটিএসএ) ৫জি সংক্রান্ত ২,৫০০’র বেশি প্যাটেন্ট আবেদন জমা দিয়েছে অপো। এছাড়া ঘোষণা করেছে এক হাজারের বেশি প্যাটেন্ট। এর বাইরে থার্ড জেনারেশন পার্টনারশিপ প্রজেক্টে (থ্রিজিপিপি) অপো জমা দিয়েছে তিন হাজারের বেশি ৫জি স্ট্যান্ডার্ড সংক্রান্ত ডকুমেন্ট।


ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ