ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আপনার চেহারার মতো রোবট!

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৮, ৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আপনার চেহারার মতো রোবট!

অবিকল আপনার চেহারার একটি রোবট পেলে নিশ্চয় খুশি হবেন। এ সুবিধা দিচ্ছে রাশিয়ান স্টার্টআপ প্রতিষ্ঠান প্রমোবট। বিশ্বের যেকোনো ব্যক্তির চেহারার মতো রোবট তৈরি করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। মানুষের শরীরের অনুরূপ নির্মিত এই অ্যান্ড্রয়েড রোবটগুলো স্বশাসিত। অর্থাৎ নিজের বুদ্ধি-বিবেচনা খাটাতে পারে।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলেক্সেই ইউজাকভ বলেন, ‘আমরা এ ধরনের রোবটের বিক্রয় কার্যক্রম শুরু করেছি। ফলে প্রত্যেকে এখন বাণিজ্যিক বা ব্যক্তিগত ব্যবহারের জন্য যেকারো চেহারা রোবট অর্ডর করতে পারবে।’

ডিজিটাল অমরত্ব

বলা যায়, এ ধরনের রোবটের মাধ্যমে ডিজিটাল অমরত্ব লাভ করবেন, আপনি না থাকলেও আপনার চেহারার রোবট থাকবে। প্রমোবটের তৈরি ‘রোবো-সি’ নামক এই রোবট চলাফেলা করতে না পারলেও, ঘাড় এবং ধড় তিন ডিগ্রি পর্যন্ত স্বাধীনভাবে নাড়াতে পারে। আবেগ, অনুভূতি বুঝে চেহারায় ৬০০ ধরনের ছোট অভিব্যক্তি প্রকাশ করতে পারে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাটিয়ে ১ লাখ আলাপচারিতা চালাতে পারে।

এ প্রসঙ্গে প্রমোবটের সহ-প্রতিষ্ঠাতা ওলেগ কিভোকুর্তসেভ সিএনবিসি নিউজকে বলেন, ‘রেবো-সি বিকাশের মূল লক্ষ্য হলো ব্যক্তিত্বের ডিজিটালাইজেশন এবং প্রত্যেকের স্বতন্ত্র উপস্থিতি সৃষ্টি করা। যার ফলাফল হচ্ছে ডিজিটাল অমরত্ব, যা আমরা গ্রাহকদের অফার করছি।’

আপনার চেহারার রেবো সি অর্ডার করতে পারবেন https://promo-bot.ai/production/robo-c/ থেকে।

পড়ুন :

 

ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়