ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জনপ্রিয় যে অ্যাপগুলো মুছে ফেলার পরামর্শ বিশেষজ্ঞদের

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৮, ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জনপ্রিয় যে অ্যাপগুলো মুছে ফেলার পরামর্শ বিশেষজ্ঞদের

অ্যান্টিভাইরাস অ্যাপগুলো তৈরি করা হয়েছে আপনার স্মার্টফোনকে ভাইরাস থেকে রক্ষা করার জন্য। কিন্তু এখন মনে হচ্ছে, বেশ কিছু অ্যান্টিভাইরাস অ্যাপ আপনার স্মার্টফোনের ভালোর চেয়ে বেশি ক্ষতি করতে পারে।

ভিপিএন প্রো এর বিশেষজ্ঞরা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদেরকে ১৫টি অ্যান্টিভাইরাস অ্যাপ সম্পর্কে সতর্ক করেছেন, যেগুলো সম্ভবত বিপজ্জনক। সফটওয়্যার প্রতিষ্ঠানটি এক ব্লগ পোস্টে জানিয়েছে, ‘এই অ্যান্টিভাইরাস অ্যাপগুলো খুবই জনপ্রিয় এবং সম্ভাব্য বিপজ্জনক।’

ভিপিএন প্রো’র নিরাপত্তা গবেষক জ্যান ইয়ংগ্রেন এ সম্পর্কে বলেন, ‘প্রয়োজন নেই এমন অনেক কিছুতেই অ্যাপগুলো ব্যবহারকারীদেরকে অ্যাকসেস দেওয়ার জন্য বলছে। যেমন আপনার লোকেশন অ্যাকসেস, ক্যামেরায় অ্যাকসেস, এমনকি আপনার অজান্তেই আপনার ফোনের নানা বিষয়ে অ্যাকসেসের পারমিশন চাচ্ছে।’ 

উদ্বেগজনক ব্যাপার হচ্ছে, এ তালিকায় বেশ কিছু জনপ্রিয় অ্যান্টিভাইরাস অ্যাপ রয়েছে। যেমন অ্যান্টিভাইরাস ফ্রি ২০১৯, ক্লিন মাস্টার এবং সিকিউরিটি মাস্টার। এই অ্যাপগুলো গুগল প্লে থেকে ২ বিলিয়নের বেশিবার ডাউনলোড হয়েছে, যা ব্যবহারকারীদের এবং তাদের মূল্যবান ডেটা ঝুঁকিতে ফেলছে।

ইয়ংগ্রেন আরো বলেন, ‘এই অ্যাপগুলো এর আগেও সন্দেহজনক কার্যক্রমের জন্য ক্ষতিকর অ্যাপস হিসেবে চিহ্নিত হয়েছিল, কিন্তু এখনো গুগল প্লে স্টোরে বহাল তবিয়তে রয়েছে। প্রতি মাসে কয়েক মিলিয়ন ফোনে ইনস্টল করা হচ্ছে।’

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের অ্যাপস ডাউনলোডে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন গবেষকরা। নিরাপত্তা ঝুঁকি এড়াতে ভিপিএন প্রো’র পরামর্শ হচ্ছে, কেবল খ্যাতনামা কোম্পানির অ্যাপস ডাউনলোড এবং অ্যাপের পারমিশনের বিষয়গুলোতে ভালোমতো নজর রাখার। 

ভিপিএন প্রো’র গবেষণা অনুসারে, বিপজ্জনক অ্যান্টিভাইরাস অ্যাপগুলো হচ্ছে-

সিকিউরিটি মাস্টার

ভাইরাস ক্লিনার

অ্যান্টিভাইরাস ফ্রি ২০১৯

৩৬০ সিকিউরিটি

ভাইরাস ক্লিনার ২০১৯

সুপার ফোন ক্লিনার

৩৬০ সিকিউরিটি লাইট

সুপার ক্লিনার

ক্লিন মাস্টার

সুপার সিকিউরিটি

অ্যান্টিভাইরাস ফ্রি

অ্যান্টিভাইরাস অ্যান্ড্রয়েড

অ্যান্টিভাইরাস অ্যান্ড ভাইরাস ক্লিন

অ্যান্টিভাইরাস মোবাইল


ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়