ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাংলাদেশে গুগল সার্চে সবচেয়ে জনপ্রিয় যারা

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫২, ১২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশে গুগল সার্চে সবচেয়ে জনপ্রিয় যারা

ইন্টারনেটে পছন্দের তারকা সম্পর্কে জানতে বা আলোচিত ঘটনা খুঁজতে দ্বারস্থ হতে হয় গুগলের। বাংলাদেশে চলতি বছরে গুগলে সার্চে দেশ-বিদেশের কোন তারকারা সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল এবং দেশ-বিদেশের কোন ঘটনাগুলো সবচেয়ে বেশি আলোচিত ছিল, সেই তালিকা প্রকাশ করেছে গুগল ট্রেন্ডস।

২০১৯ সালে বাংলাদেশের সার্চ ট্রেন্ড বা সবচেয়ে জনপ্রিয় সার্চের এই তালিকা ‘সার্চেস’, ‘পিপল’ ও ‘নিউজ’—এই তিনটি ক্যাটাগরিতে প্রকাশ করা হয়েছে।

‘পিপল’ ক্যাটাগরিতে দেখা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানকে। অনবদ্য পারফরম্যান্স, নিষেধাজ্ঞা সব মিলেয়ে জাতীয় দলের এ ক্রিকেটার সকলের আগ্রহের শীর্ষে ছিলেন।

২০১৯ সালে বাংলাদেশ থেকে যে ১০ জনকে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে:

১. সাকিব আল হাসান

২. মো. নাঈম

৩. আফিফ হোসেন

৪. সারা আলী খান

৫. সামজ ভাই

৬. মুশফিকুর রহিম

৭. মোহাম্মদ মিথুন

৮. কেয়ানু রিভস

৯. আরমান আলিফ

১০. ডা. দীপু মনি

২০১৯ সালে গুগলে বাংলাদেশ থেকে সার্চ করা শীর্ষ ১০টি বিষয় হচ্ছে-

১. বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া

২. ক্রিকবাজ লাইভ স্কোর

৩. এসএসসি রেজাল্ট ২০১৯

৪. আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৯

৫. কোপা আমেরিকা ২০১৯

৬. ৯ অ্যাপস

৭. এইচএসসি রেজাল্ট ২০১৯

৮. র‌্যাবিটহোলবিডি

৯. এইচ৫গেমস

১০. ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা  

‘নিউজ’ ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে সার্চ করা শীর্ষ ১০টি খবর হচ্ছে-

১. এডুকেশন বোর্ড রেজাল্ট

২. সাইক্লোন ফণী

৩. সাইক্লোন বুলবুল

৪. ডেঙ্গু জ্বরের লক্ষণ

৫. ডিসি জামালপুর

৬. বাবরি মসজিদ

৭. ডাকসু

৮. কাশ্মীর

৯. অ্যামাজন রেইনফরেস্ট

১০. নেইমার ট্রান্সফার

 

ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়