ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

জেডকেটেকোর নতুন ফেসিয়াল রিকগনিশন ডিভাইস

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৩, ১২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জেডকেটেকোর নতুন ফেসিয়াল রিকগনিশন ডিভাইস

দ্বিতীয় প্রজন্মের ফেসিয়াল রিকগনিশন টার্মিনাল দেশের বাজারে এনেছে চীনের বায়েমেট্রিক সেবাদাতা প্রতিষ্ঠান জেডকেটেকো। ‘আওয়ারস’ নামের এই ডিভাইসটির নামকরণ করা হয়েছে বিখ্যাত মিশরীয় দেবতার নামাণুসারে যিনি সবকিছু দেখতে ও পর্যবেক্ষণ করতে পারেন।

সবচেয়ে আধুনিক অ্যাকসেস কন্ট্রোলের পাশাপাশি সময় ও অ্যাটেনডেন্স টার্মিনাল হিসেবে আওয়ারস অধিক পরিচিত। আইফোন এক্সএস ম্যাক্সের মতো কমপ্যাক্ট গড়নের ও শক্তিশালী ডিভাইস হিসেবে এটি ৩ মিটার দূর পর্যন্ত অবস্থান শনাক্ত করতে পারে। ওয়াই-ফাই, থ্রিজি, ফোরজি ও ব্লুটুথের মতো যোগাযোগ প্রটোকল সমর্থন করে ডিভাইসটি।

আওয়ারস ডিভাইসটিতে অপশনাল ফিঙ্গারপ্রিন্ট ও আরএফআইডি কার্ড মডিউল রয়েছে। এটি ১০ হাজার ফেসিয়াল টেম্পলেট ধারণ সক্ষমতাসম্পন্ন। জেডকে বায়ো সিকিউরিটি ও বায়োটাইমের মতো অল-ইন-ওয়ান টাইম অ্যাটেনডেন্স প্ল্যাটফর্মের সঙ্গে মানানসই। ডিভাইসটি সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে জেডকেটেকোর () ওয়েবসাইটে।

 

ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়