ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিশ্বের সবচেয়ে ছোট ফোন

মোখলেছুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বের সবচেয়ে ছোট ফোন

যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি জাঙ্কো নতুন একটি ফোন উন্মোচন করেছে। ধারণা করা হচ্ছে, এটি বিশ্বের এযাবৎকালের সবচেয়ে ছোট ফোন।

‘টিনি টি২’ নামের এই ফোনটি আপনার পকেটের খুব বেশি জায়গা দখল করবে না। কোম্পানিটি দাবি করছে, এটিই বিশ্বের সবচেয়ে ছোট ফোন।

এটি কোম্পানিটির দ্বিতীয় ক্ষুদ্রাকৃতির ফোন। এর আগে জাঙ্কো ২০১৭ সালে ‘টিনি টি১’ নামে একটি ছোট আকৃতির ফোন বাজারে এনেছিল। আর সেটি ৫০ মার্কিন ডলার মূল্যে আমাজনে ভালো বিক্রিও হয়েছিল।

‘টিনি টি২’ মূলত ‘টিনি টি১’ এরই পরবর্তী সংস্করণ। নতুন এই ফোনটি মাত্র ২.৪ ইঞ্চি আকৃতির। এটি ১.১৮ ইঞ্চি প্রশস্ত এবং ০.৬৫ ইঞ্চি পুরু। ক্ষুদ্র এই ফোনের ওজন মাত্র ৩১ গ্রাম।

এতে রয়েছে রেডিও, ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা, ব্লুটুথ, ৩.৫ মিমি অডিও জ্যাক এবং ১ ইঞ্চি টিএফটি ডিসপ্লে। জাঙ্কো ফোনটিতে কিছু গেমও প্রি-ইনস্টল করে দিয়েছে। ফোনটি মাইক্রোএসডি কার্ড সমর্থন করে। ব্যবহারকারীরা এতে একটি মাইক্রোএসডি কার্ড যুক্ত করে ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ সেবা পাবে। ফোনটি একবার চার্জে এক সপ্তাহেরও বেশি সময় ব্যাটারি ব্যাকআপ দিতে পারে।

কোম্পানিটি ইতিমধ্যেই ফোনটির বিপণন শুরু করছে।

‘টিনি টি২’ নামের এই ফোনটি ১৩০ মার্কিন ডলার মূল্যে খুব শিগগির বাজারে আসতে পারে বলে জানা গেছে।


ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়