ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিপজ্জনক ৩০ অ্যাপস

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ২১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিপজ্জনক ৩০ অ্যাপস

অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর- উভয় স্টোরে ক্যামেরা অ্যাপগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়। কিন্তু অ্যাপ স্টোর থেকে আপনার আইফোনে কিংবা গুগল প্লে স্টোর থেকে আপনার অ্যান্ড্রয়েড ফোনে কোন ক্যামেরা অ্যাপ ডাউনলোড করেছেন, তা পুনরায় খেয়াল করার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা

সাইবার নিউজের বিশেষজ্ঞরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের ৩০টি বিপজ্জনক ক্যামেরা অ্যাপস সম্পর্কে সতর্ক করেছেন, যেগুলো ইতিমধ্যে ১.৪ বিলিয়ন বার ডাউনলোড হয়েছে।

এক ব্লগ পোস্টে নিরাপত্তা গবেষক বার্নার্ড বিয়ার জানিয়েছেন, ‘আপনি যখন কোনো বিউটি ক্যামেরা অ্যাপ ডাউনলোড করেন, তখন আপনি প্রত্যাশা করেন মেকআপ বা কোনো মজার ফিল্টার যুক্ত করে ছবিকে আরো আকর্ষণীয় করবেন। কিন্তু আপনি নিশ্চয় এটা প্রত্যাশা করেন না যে, ব্যাকগ্রাউন্ডে সেই অ্যাপটি অগোচরে আপনার ফোনের তথ্য পাচার করবে বা কোনো ফিশিং ওয়েবসাইটে নিয়ে যাবে।’

গবেষকরা প্লে স্টোরে ‘বিউটি ক্যামেরা’ লিখে সার্চ করে শীর্ষ ৩০টি ফলাফল বিশ্লেষণ করেছেন। সার্চ রেজাল্টে প্রদর্শিত প্রত্যেকটি অ্যাপের ক্ষেত্রে তারা ৩টি বিষয়কে প্রাধান্য দিয়েছেন- অ্যাপটি ব্যবহারকারীর ফোনের কি ধরনের তথ্য অ্যাকসেসের পারমিশন চায়, অ্যাপ নির্মাতার লোকেশন এবং ম্যালওয়্যার, স্পাইওয়্যার বা অবৈধ কার্যক্রমের ইতিহাস রয়েছে কিনা।

পর্যক্ষেণে তারা দেখতে পেয়েছেন, বেশি কিছু ক্যামেরা অ্যাপস ব্যবহারকারীর ফোনের বিপজ্জনক ৭টি ক্ষেত্রে পারমিশন চায়, যা অ্যাপটির মূল্য কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত নয়। পারমিশনের মধ্যে অডিও রেকর্ড করা, জিপিএস ব্যবহার করা এবং ব্যবহারকারীর ফোনের স্টাটাস চেক করার মতো গুরুতর বিষয় রয়েছে। একটি অ্যাপকে ব্যবহারকারীর পারমিশন ছাড়াই ক্যামেরা ব্যবহারের মতো কার্যক্রমেও দেখা গেছে।  

গবেষকরা এ ধরনের ৩০টি বিপজ্জনক ক্যামেরা অ্যাপস চিহ্নিত করেছেন। আপনার ফোনে এই অ্যাপগুলোর কোনোটি ইনস্টল করা থাকলে দ্রুত মুছে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। বিপজ্জনক অ্যাপগুলো হচ্ছে-

* বিউটিপ্লাস - ইজি ফটো এডিটর অ্যান্ড সেলফি ক্যামেরা

* বিউটিক্যাম

* বিউটি ক্যামেরা - সেলফি ক্যামেরা

* বিউটি ক্যামেরা প্লাস - সুইট ক্যামেরা মেকআপ ফটো

* বিউটি ক্যামেরা - সেলফি ক্যামেরা অ্যান্ড ফটো এডিটর

* সেলফি ক্যামেরা - বিউটি ক্যামেরা অ্যান্ড ফটো এডিটর

* ইউক্যাম পারফেক্ট - বেস্ট সেলফি ক্যামেরা অ্যান্ড ফটো এডিটর

* সুইট স্ন্যাপ - বিউটি সেলফি ক্যামেরা অ্যান্ড ফেস ফিল্টার

* সুইট সেলফি স্ন্যাপ - সুইট ক্যামেরা, বিউটি ক্যাম স্ন্যাপ

* বিউটি ক্যামেরা - সেলফি ক্যামেরা উইথ ফটো এডিটর

* বিউটি ক্যামেরা - বেস্ট সেলফি ক্যামেরা অ্যান্ড ফটো এডিটর

* বি৬১২ - বিউটি অ্যান্ড ফিল্টার ক্যামেরা

* ফেস মেকআপ ক্যামেরা অ্যান্ড বিউটি ফটো মেকআপ এডিটর

* সুইট সেলফি -  সেলফি ক্যামেরা অ্যান্ড মেকআপ ফটো এডিটর

* সেলফি ক্যামেরা – বিউটি ক্যামেরা অ্যান্ড মেকআপ ক্যামেরা

* ইউক্যাম পারফেক্ট – বেস্ট ফটো এডিটর অ্যান্ড সেলফি ক্যামেরা

* বিউটি ক্যামেরা মেকআপ ফেস সেলফি, ফটো এডিটর

* সেলফি ক্যামেরা – বিউটি ক্যামেরা

* জেড বিউটি ক্যামেরা

* এইচডি ক্যামেরা সেলফি বিউটি ক্যামেরা

* ক্যান্ডি ক্যামেরা – সেলফি, বিউটি ক্যামেরা, ফটো এডিটর

* মেকআপ ক্যামেরা – সেলফি বিউটি ফিল্টার ফটো এডিটর

* বিউটি সেলফি প্লাস – সুইট ক্যামেরা ওয়ান্ডার এইচডি ক্যামেরা

* সেলফি ক্যামেরা – বিউটি ক্যামেরা অ্যান্ড এআর স্টিকার্স

* প্রিটি মেকআপ, বিউটি ফটো এডিটর অ্যান্ড সেলফি ক্যামেরা

* বিউটি ক্যামেরা

* বেস্টি - ক্যামেরা৩৬০ বিউটি ক্যাম

* ফটো এডিটর – বিউটি ক্যামেরা

* বিউটি মেকআপ, সেলফি ক্যামেরা ইফেক্টস, ফটো এডিটর

* সেলফি ক্যাম – বেস্টি মেকআপ বিউটি ক্যামেরা অ্যান্ড ফিল্টার্স

তথ্যসূত্র : মিরর


ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়