ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চলে গেলেন কাট কপি পেস্ট-এর উদ্ভাবক

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৯, ২০ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চলে গেলেন কাট কপি পেস্ট-এর উদ্ভাবক

যুক্তরাষ্ট্রের কিংবদন্তি কম্পিউটার বিজ্ঞানী ল্যারি টেসলার মারা গেছেন। তিনি কম্পিউটারের বহুল ব্যবহৃত ফাংশন কাট, কপি এবং পেস্ট-এর উদ্ভাবক ছিলেন।

৭৪ বছর বয়সি এই বিজ্ঞানী গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। কিন্তু এই সংবাদ বুধবার টুইটারে প্রকাশ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান জেরক্স। তিনি এই প্রতিষ্ঠানে একসময় কর্মরত ছিলেন।

ল্যারি টেসলারের মৃত্যুতে শোক জানিয়ে জেরক্স বিবৃতি দিয়েছে: ‘কাট, কপি, পেস্ট, ফাইন্ড, রিপ্লেস এবং আরো অনেক কিছুর উদ্ভাবক ছিলেন টেসলার। তার এসব উদ্ভাবনের জন্য কম্পিউটার শেখা সকলের জন্য সহজ হয়।’  

টেসলার জেরক্সে কর্মরত থাকাকালীন ‘জিপসি’ নামের ওয়ার্ড প্রসেসরে প্রথমবারের মতো কাট, কপি ও পেস্ট ফাংশন উদ্ভাবন করেন। পরবর্তী সময়ে ১৯৮৩ সালে অ্যাপলের লিসা কম্পিউটারে তিনি ফাংশনগুলো যুক্ত করেন। এর পরের বছর অরিজিনাল ম্যাকিনটোশ কম্পিউটারে ফাংশনগুলো যুক্ত করা হলে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। 

বর্ণাঢ্য কর্মময় জীবনে টেসলার অ্যাপল, ইয়াহু, অ্যামাজন ও জেরক্সে দীর্ঘ দিন কাজ করেছেন। তিনি ১৯৪৫ সালে নিউ ইয়র্কের ব্রুনক্সে জন্মগ্রহণ করেন এবং স্টানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন।  


ঢাকা/ফিরোজ/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়