ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনা: সাহায্যের হাত বাড়ালো ফেসবুক

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৮, ২৩ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা: সাহায্যের হাত বাড়ালো ফেসবুক

মহামারি করোনায় বিশ্বজুড়ে কঠিন সময় যাচ্ছে। যারা করোনার মুখোমুখি হয়ে লড়াই করছেন তাদের কাছে মাস্ক ভীষণ প্রয়োজনীয়। কিন্তু দেশে ও বিদেশে তা পর্যাপ্ত পরিমাণে নেই।

বিশ্বের এই সংকটময় পরিস্থিতিতে এগিয়ে এলো ফেসবুক। ৭ লাখ ২০ হাজার মাস্ক দান করলেন ফেসবুক নির্বাহী মার্ক জুকারবার্গ। পাশাপাশি অন্যান্য টেক করপােরেশনকে ভাইরাস মোকাবিলায় সহায়তা করার জন্য অনুরোধ করেছেন।

মার্ক জুকারবার্গ ফেসবুকের এক পোস্ট জানান, অস্ট্রেলিয়ার জঙ্গলে যখন আগুন ধরেছিল, সে সময় অনেক মাস্ক মজুত করে রেখেছিল ফেসবুক। সেগুলি দান করছে এই সোশ্যাল মিডিয়া সংস্থা। মূলত যে সব স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন তাদের হাতেই তুলে দিতে চান মাস্ক।

এছাড়া ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সাংবাদিকতার জন্য এক মিলিয়ন ডলার অনুদান দিয়েছে ফেসবুক। এছাড়া যুক্তরাষ্ট্রের বেশকিছু জায়গায় সুরক্ষিত রাখতে ইতিমধ্যে ফেসবুক প্রয়োজনীয় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে দিয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


ঢাকা/সাইফ/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়