ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

তথ্য দেবে ‘করোনা অ্যালার্ট’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৪, ২৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তথ্য দেবে ‘করোনা অ্যালার্ট’

করোনাভাইরাস সম্পর্কে বিশ্বব্যাপী সব তথ্য আপডেট পেতে ‘করোনা অ্যালার্ট’ অ্যাপ তৈরি করেছে বাংলাদেশি এক ব্যক্তি।

তার নাম ড. শাহানুল ইসলাম।  তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য চায়নাতে অবস্থান করেছেন  এবং অ্যান্ড্রয়েড প্রোগ্রামার হিসেবে কাজ করছেন।

তিনি অ্যাপটি সম্পর্কে তার ফেসবুক পেজে লিখেছেন, করোনা অ্যালার্ট একটি মোবাইল অ্যাপ যেখানে করোনাভাইরাস সংক্রান্ত সব তথ্য দেওয়ার চেষ্টা করা হয়েছে।

এই অ্যাপে যা যা আছে তা হলো- দেশি-বিদেশি পত্রিকার করোনা সম্পর্কিত খবর, করোনার ওপর প্রশিক্ষণ, গুজব সম্পর্কে জানা, সাহায্য পাবার উপায়, করোনা আক্রান্তের মানচিত্র লিংক, করোনা নিয়ে গবেষণাসমূহ, করোনার সতর্কতাসমূহ, এবং নানারকম সাহায্যের উপায়।

‘যদি উপযুক্ত স্পন্সর পাওয়া যায়, তবে আরও অনেক উন্নত করা সম্ভব বলে মনে করি।’

করোনার কারণে গুগলের রিভিউয়ের কাজ ধীর গতির হয়ে যাওয়ার কারণে অ্যাপটি গুগল প্লেতে পাবার জন্য ৭ দিন অপেক্ষা করতে হতে পারে।  তাই সরাসরি ডাউনলোড করতে নিচের ওয়েবসাইটে যেতে হবে।


ডাউনলোড লিংক:

 

ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়