ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনায় গরিব অসহায় মানুষের পাশে সদাগর

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় গরিব অসহায় মানুষের পাশে সদাগর

করোনা আক্রান্ত সময়ে মানবিক আবেদনে সাড়া দিয়েছে দেশের অনলাইনভিত্তিক পাইকারি বাজার সদাগর ডটকম। গত কয়েকদিন প্রতিষ্ঠানটি ৩শ’র বেশি পরিবারকে ৭ দিনের নিত্যপণ্য বিনামূল্যে দিয়েছে। প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ জানিয়েছে, তাদের সিএসআর প্রজেক্টের আওতায় এ কর্মসূচির নাম রাখা হয়েছে ‘পাশে আছি’।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফ চৌধুরী জানান, প্রতিষ্ঠানটি গত ২২ মার্চ থেকে অনলাইনে অফিস কার্যক্রম পরিচালনা করছে। ঢাকার বনানী, বনশ্রী, কমলাপুর, ধানমন্ডিসহ বেশ কয়েকটি এলাকায় এ কার্যক্রম চলছে। শুধু ঢাকাতে নয়, বগুড়া ও নওগাঁর বেশ কিছু এলাকাতেও সদাগর দাঁড়িয়েছে করোনায় গরিব এবং অসহায়দের পাশে।

নিত্যপণ্যের উর্ধ্বগতিতে যখন বেসামাল হতদরিদ্র মানুষ, তখন সদাগর ডটকমের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিয়মিত গ্রাহকরা। এ কার্যক্রমে এগিয়ে আসছেন তারাও। হাত বাড়িয়েছেন সাহায্যের। পুরো টিম নানাভাবে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চায়। যারা এ সঙ্কটকালে পাশে থাকতে আগ্রহী, তারা রকেট করতে পারেন ০১৯১২২৯৮৫৮৯৬ নম্বরে অথবা বিকাশ করতে পারেন ০১৭৩০৭৯৬৭৩৩ নম্বরে।

 

ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়