ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সামাজিক দূরত্বের পিং পং ভিডিও ভাইরাল

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ১৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সামাজিক দূরত্বের পিং পং ভিডিও ভাইরাল

এ সপ্তাহে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ছাড়িয়েছে, ফলে ভাইরাসটির বিস্তার সম্পর্কে উদ্বেগ বিশ্ববাসীর মনে আরো বেড়েছে।

বাংলাদেশে প্রায় ১ মাস ধরে কঠোরভাবে সোশ্যাল ডিসটেন্স বা সামাজিক দূরত্ব নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে অসেচতন বা ঘরে ঘরে বিরক্ত অনেককে এই নিয়ম ভাঙতে দেখা যাচ্ছে।

আর এবার নতুন একটি ভিডিওতে সামাজিক দূরত্বের গুরুত্ব দেখানো হয়েছে- কিছু অস্বাভাবিক উপকরণের মাধ্যমে। ভিডিওটি তৈরি করেছে ওহিওর হেলথ ডিপার্টমেন্ট, সামাজিক দূরত্বের গুরুত্ব দেখাতে পিং পং বল এবং ইঁদুর ধরার যন্ত্র (মাউসট্র্যাপ) ব্যবহার করে।

ভিডিওতে দেখা যায়, মেঝেতে কোনো জায়গা ফাঁকা না রেখে অসংখ্যা মাউসট্র্যাপে সাবধানতার সঙ্গে পিং পং বল আটকানো রয়েছে। এর ওপর একটি পিং পং বল ফেলার পর মাউসট্র্যাপগুলো সর্বত্র ছড়িয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায়, মাউসট্র্যাপগুলো দূরত্ব বজায় রেখে মেঝে রাখা হয়েছে এবং এর ওপর পিং পং বল ফেলার পর তা জটলার সৃষ্টি করেনি।

ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়েছে: ‘সংক্রমণের বিস্তার বন্ধ করুন। সামাজিক দূরত্ব কাজ করে।’

ভিডিওটি সাধারণ হলেও, সকলের প্রশংসা কুড়িয়েছে। করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব সচেতনার অভিনব এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল।

 

 

ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়