ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘করোনা প্রাকৃতিকভাবেই ধ্বংস হবে’

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ১৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘করোনা প্রাকৃতিকভাবেই ধ্বংস হবে’

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৮ লাখ ছাড়িয়েছে। এই ভাইরাসের টাগাম টেনে ধরতে বিজ্ঞানীরা উপযুক্ত ভ্যাকসিন আবিষ্কারে দিন-রাত কাজ করছেন।

তবে এবার একজন বিশেষজ্ঞ জানিয়েছেন যে, ভ্যাকসিন আসার আগেই প্রাকৃতিকভাবেই করোনাভাইরাস ধ্বংস হয়ে যাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) ক্যানসার প্রকল্পের সাবেক পরিচালক প্রফেসর ক্যারোল সিকোরা টুইটারে এমন দাবি করেছেন। টুইটে তিনি লিখেছেন, ‘যেকোনো ভ্যাকসিন তৈরি হওয়ার আগেই এই ভাইরাসটি স্বাভাবিকভাবে ধ্বংস হয়ে যাওয়ার সত্যিকারের সম্ভাবনা রয়েছে।’

তিনি আরো উল্লেখ করেছেন, ‘আমরা প্রায় সর্বত্রই ভাইরাসটির একই ধরনের প্যাটার্ন দেখছি। আমাদের প্রতিরোধ ক্ষমতা ধারণার চেয়েও বেশি বলে আমার সন্দেহ হয়। তবে আমাদের ভাইরাসটির বিস্তার ধীরগতি রাখা দরকার। যদিও এটি আপনা-আপনি ধ্বংস হয়ে যেতে পারে।’

তার এই মন্তব্য নিয়ে টুইটারে ব্যাপক আলোচনা শুরু হলে আরেকটি টুইট করে বক্তব্য পরিষ্কার করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক এই কর্মকর্তা।

এমন দাবির ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘আমার মতে, এটি একটি সম্ভাব্য পরিস্থিতি। কেউ নিশ্চিত হয়ে কী ঘটবে তা বলতে পারছে না। আমি বিশ্বাস করি, অজানা পরিস্থিতিতে এটি একটি সম্ভাবনা।’

তবে প্রফেসর সিকোরা ভাইরাসের বিস্তার কমাতে সামাজিক দূরত্ব বজায় রাখার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেছেন, ‘আমাদের সামাজিক দূরত্ব অব্যাহত রাখতে হবে এবং আশা করি সংক্রমণ সংখ্যা কমতে থাকবে।’

 

ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়