ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অপোর এ সিরিজের নতুন স্মার্টফোন

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ১৬ জুন ২০২০   আপডেট: ২১:২১, ১ অক্টোবর ২০২০
অপোর এ সিরিজের নতুন স্মার্টফোন

দেশের বাজারে নতুন স্মার্টফোন উন্মোচন করেছে অপো। ‘এ৩১’ মডেলের এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির বিশাল ওয়াটারড্রপ ডিসপ্লে, যার রেজ্যুলেশন ৭২০ বােই ১৬০০ পিক্সেল। আই প্রোটেকশন স্ক্রিন ফিল্টার ও তৃতীয় প্রজন্মের গরিলা গ্লাস ডিসপ্লের ৮৯ শতাংশই স্ক্রিন।

ফোনটির পেছনে রয়েছে তিনটি ক্যামেরা। যার মধ্যে রয়েছে এফ/১.৮ অ্যাপারচারসহ ১২ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর সেলফির জন্য সামনে রয়েছে এআই বিউটিফিকেশন প্রযুক্তির ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

অপোর এ সিরিজের নতুন এই ফোনে থাকছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। একই সঙ্গে দুটি সিম ব্যবহার করার পাশাপাশি মাইক্রোএসডি কার্ডের ব্যবহারে এই স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। প্রসেসর হিসেবে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেকের ১২ ন্যানোমিটারের শক্তিশালী এমটি৬৭৬৫ভি চিপসেট এবং র‌্যাম ৪ জিবি। দীর্ঘ সময় ব্যবহারের নিশ্চয়তা রয়েছে ৪,২৩০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। নিরাপত্তায় রয়েছে উন্নত প্রযুক্তির ফিঙ্গারপ্রিন্ট আনলক ও ফেসিয়াল আনলক ফিচার। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১৬,৯৯০ টাকা।


ঢাকা/ফিরোজ

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়