ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এবার ফেসবুকে বিজ্ঞাপন বন্ধ করল মাইক্রোসফট

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ৩০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
এবার ফেসবুকে বিজ্ঞাপন বন্ধ করল মাইক্রোসফট

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিজ্ঞাপন বন্ধ করে দিচ্ছে একের পর এক প্রতিষ্ঠান। এবার এ তালিকায় যোগ হলো মাইক্রোসফট। আগামী আগস্ট পর্যন্ত ফেসবুক এবং ইনস্টাগ্রামকে কোনো ধরনের বিজ্ঞাপন দেবে না বলে জানিয়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

ফেসবুকের বিরুদ্ধে বর্ণবাদী পোস্ট প্রতিরোধে যথাযথ পদক্ষেপ না নেয়ার অভিযোগ এনে #StopHateforProfit নামের একটি ক্যাম্পেইন শুরু করে এডিএল, এনএএসিপি ও কালার অব চেঞ্জ নামের কয়েকটি সংগঠন। এর জেরে ইতিমধ্যে ভাইবার, অ্যাডিডাস, লিভাইস, স্টারবাকস, বেন অ্যান্ড জেরিস, ফোর্ড,  এইচপি, মজিলা, ভেরিজন, পেপসিকো ও হোন্ডাসহ শতাধিক নামীদামী কোম্পানির বিজ্ঞাপন হারায় ফেসবুক।

তবে #StopHateforProfit ক্যাম্পেইনে যোগ দিয়ে মাইক্রোসফট বিজ্ঞাপন বন্ধের সিদ্ধান্ত নেয়নি। বিদ্বেষ, সহিংসা ও পর্নোগ্রাফি কনটেন্ট বিষয়ে ফেসবুক কঠোর পদক্ষেপ না নেওয়ায় অসন্তুষ্ট তারা। একই কারণে সম্প্রতি ইউনিলিভারও ফেসবুক থেকে মুখ ফিরিয়ে নেয়।

ফেসবুকের আয় হয় বিজ্ঞাপন থেকে। বড় বড় সব কোম্পানি মুখ ফিরিয়ে নেওয়ায় গত দুই দিনের মধ্যে ফেসবুকের মার্কেট ভ্যালু ৬০০ কোটি ডলার কমে গেছে।


ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়