ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

উবারে যুক্ত হলো বাংলা ভাষা

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
উবারে যুক্ত হলো বাংলা ভাষা

চালক ও যাত্রীদের সুবিধার্থে এবার অ্যাপে বাংলা ভাষা যুক্ত করল উবার। চালকরা ‘অ্যাপ ল্যাঙ্গুয়েজ’ সেটিংস পরিবর্তন করে অ্যাপের ভাষাটিকে ‘বাংলায়’ পরিবর্তন করতে পারবেন। যাত্রীরাও তাদের স্মার্টফোনের সেটিংস-এ ‘ইংরেজি’ থেকে ‘বাংলায়’ পরিবর্তন করে উবার অ্যাপের বাংলা সংস্করণ ব্যবহার করতে পারবেন।

অ্যাপে নতুন ভাষা সংস্করণ নিয়ে উবারের বাংলাদেশ ও পূর্ব ভারতের প্রধান রাতুল ঘোষ বলেন, ‘আমরা বিশ্বাস করি প্রযুক্তি আমাদের সেবাগুলোকে প্রতিনিয়ত উন্নত করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী স্থানীয় গ্রাহকদের জন্য সুবিধাজনক সল্যুশন আনার সুযোগ করে দেয়। চালকরা উবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করা হয়। তাদের মতামতের ভিত্তিতে আমরা উপলব্ধি করেছি যে নিরবচ্ছিন্ন অ্যাপ অভিজ্ঞতার জন্য এর স্থানীয় ভাষার সংস্করণ আনা জরুরি। বাংলাদেশে উবার অ্যাপে বাংলা ভাষা যুক্ত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং আশাবাদী যে এই সংস্করণটি চালক ও যাত্রী উভয়ের জন্যই সুবিধাজনক হবে।’

চালকরা যেভাবে তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ভাষা সেটিংস পরিবর্তন করতে পারবেন:
* অ্যাপের অপশন থেকে ‘অ্যাকাউন্ট’ সিলেক্ট করতে হবে
*  এরপর ‘অ্যাপ ল্যাঙ্গুয়েজ’ অপশনে ক্লিক করা লাগবে
* এবার  ‘বাংলা (বাংলাদেশ)’ সিলেক্ট করতে হবে
* চেঞ্জ অপশনে ক্লিক করে ভাষা পরিবর্তন নিশ্চিত করা লাগবে। ভাষা পরিবর্তন হয়ে গেলে নতুন ভাষার সেটিংস উবার অ্যাপ বাংলায় দেখা যাবে।
 

 

ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়