ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টেসলা নিয়ে এলো ‘শর্টস’

মো. রায়হান কবির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
টেসলা নিয়ে এলো ‘শর্টস’

টেক জায়ান্ট নামে খ্যাত টেসলা সাধারণত হাই প্রোফাইল গাড়ির জন্য বিখ্যাত। বিশেষ করে ইলেক্ট্রিক গাড়ির জন্য সিদ্ধহস্ত।

অথচ সেই টেক কোম্পানি কিনা বের করল শর্টস (শর্ট প্যান্ট, যা আন্ডারওয়্যার সদৃশ)! টেসলার ভাষায় শর্ট শর্টস। আর বলাই বাহুল্য এটা নিয়ে নিজের ট্রেডমার্ক টুইট করতে ভুলেননি টেসলার জনক ইলন মাস্ক।

তিনি টুইট করেছিলেন, ‘টেসলা তৈরি করবে চমৎকার শর্ট শর্টস লাল ও সোনালি সাটিনের।’ ইলন মাস্কের এই টুইটের পর স্বাভাবিকভাবেই এই ফেবুলাস শর্ট শর্টসের চাহিদা বেড়ে যায়। লঞ্চের দিনেই টেসলার ওয়েবসাইট ডাউন হয়ে যায় ক্রেতার চাপে। যদিও তা ছিল সাময়িক। কিছুক্ষণ পরেই তা ঠিক হয়ে যায়, তবে প্রায় সকল সাইজ বিক্রি হয়ে যায়। এখন সেখানে শুধু এক্সএল সাইজের কিছু শর্টস আছে, বাকিগুলো শেষ!

এস৩এক্সওয়াই নামের লাল রঙের এই শর্টস আসলেই দারুন জনপ্রিয়তা পেয়েছে। অথচ দাম কিন্তু নাগালের বাইরেই, প্রায় ৭০ ডলার!

ইলন মাস্কের হাতে আসলেই পরশ পাথর আছে। যা ধরে তাতেই সোনা ফলে। তা না হলে দুনিয়ায় এতো এতো ফ্যাশন কোম্পানি থাকতে কিনা শর্ট শর্টস সোল্ড আউট হয় টেক কোম্পানির! তবে নাম যেখানে টেসলা আর ইলন মাস্ক, সেখানে কিছু স্পেশালিটি থাকবেনা সেটাই বা আপনি আশা করেন কিভাবে?

 

ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়