ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

যাত্রীর পায়ু পথে ৬ স্বর্ণবার

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩০, ৯ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যাত্রীর পায়ু পথে ৬ স্বর্ণবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : মহানগরীর শাহ আমানত (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ু পথ থেকে উদ্ধার করা হয়েছে ছয়টি স্বর্ণের বার। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৬৮০ গ্রাম।

শনিবার সকালে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটের যাত্রী মো. জামাল উদ্দিনের (৪২) কাছ থেকে এসব স্বর্ণ বার উদ্ধার করা হয়।

এ ঘটনায় উক্ত যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

শাহ আমানত বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কাস্টমস কমিশনার নূর উদ্দিন মিলন স্বর্ণ বার উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে বিমানযাত্রী জামাল উদ্দিনের পায়ু পথ থেকে ছয়টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের মুল্য প্রায় ২৪ লাখ টাকা।

এই ঘটনায় উক্ত যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার প্রক্রিয়া চলছে।





রাইজিংবিডি/চট্টগ্রাম/৯ মার্চ ২০১৯/রেজাউল/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়