ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোন সময়ের চেয়ে ভাল’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ১৩ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোন সময়ের চেয়ে ভাল’

সচিবালয় প্রতিবেদক: আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বিগত যে কোন সময়ের চেয়ে ভাল যাচ্ছে। ইনশাআল্লাহ এটা যাতে অব্যাহত থাকে সেইজন্য কাজ করা হবে।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘সন্ত্রাসী ও জঙ্গি বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নজরদারী রাখবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমরা খুবই সফল হয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সফলতার সঙ্গে অনেককে আটক করতে পেরেছে।’

মন্ত্রী বলেন, ‘আমরা এবার দুটি বিষয়ে গুরুত্ব দিচ্ছি। একটি হলো, মাদক ব্যবহারকারীদের আরও বেশি আইডেন্টিফাই করে গ্রেফতার করা হচ্ছে। আরেকটি হলো, যারা মাদকে আসক্ত তাদের নিরাময় কেন্দ্রে নিয়ে কিভাবে ভাল করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। মাদক নিরাময় কেন্দ্র আমাদের দেশে খুবই অপ্রতুল। এসব নিরাময় কেন্দ্র সরকারি ও বেসরকারিভাবে কীভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে আমরা আরও গুরুত্ব দিচ্ছি।’

তিনি বলেন, ‘ঢাকা নগরীতে জানজটের বিষয়ে কাজ করতে আমরা আলোচনা করেছি। পরবর্তী মিটিংয়ে আমরা আমাদের দুই সিটির মেয়রদের রাখবো। কারণ, তাদের সক্রিয় সহযোগিতা ছাড়া ঢাকা নগরীর জানজট পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ বিষয়ে অনেকগুলো কাজই সিটি কর্পোরেশনের সঙ্গে সম্পৃক্ত। তাই তাদের নিয়ে যৌথভাবে কাজ করা হবে।’

জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে কাজ করেছে এবং নির্বাচন কমিশনকে যেভাবে সহায়তা করেছে সে বিষয়ে তাদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।



রাইজিংবিডি/ঢাকা/১৩ মার্চ ২০১৯/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়