ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ২৫ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদকে একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা করা হয়েছে। দশম সংসদে তিনি বিরোধী দলীয় নেতা ছিলেন।

রোববার জাতীয় সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, একাদশ সংসদে নতুন সরকার গঠনের পর সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা এইচ এম এরশাদের পত্রের পরিপ্রেক্ষিতে গোলাম মোহাম্মদ কাদেরের পরিবর্তে রওশন এরশাদকে বিরোধী দলীয় উপনেতার স্বীকৃতি প্রদান করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।



রাইজিংবিডি/ঢাকা/২৫ মার্চ ২০১৯/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়