ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডাক বিভাগে চাকরি

শাহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৫, ২৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডাক বিভাগে চাকরি

বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল, দক্ষিণাঞ্চল, খুলনার অধীনে ৯টি পদে ২৫৩ জনকে নিয়োগ দেওয়া হবে। নিয়োগ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো:

১) পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ৪টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমান পাস। সাঁটলিপিতে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ এবং কম্পিউটারে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

 

২) পদের নাম: উচ্চমান সহকারী

পদ সংখ্যা: ৫টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

 

৩) পদের নাম: পোস্টাল অপারেটর

পদ সংখ্যা: ১৪৭টি

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় ২য় বিভাগে উত্তীর্ণ হতে হবে।

 

৪) পদের নাম: মেকানিক

পদ সংখ্যা: ১টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমান পাস। অটোমোবাইলে ওয়ার্কশপে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে অটোমোবাইলে ট্রেডকোর্সধারী হতে হবে।

 

৫) পদের নাম: ড্রাফটসম্যান

পদ সংখ্যা: ১টি

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে ড্রাফটসম্যানশীপে সার্টিফিকেটধারী হতে হবে। 

 

৬) পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদ সংখ্যা: ১৩টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

 

৭) পদের নাম: ড্রাইভার (হালকা)

পদ সংখ্যা: ১২টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: মাধ্যমিক বা সমমান। গাড়ি চালনায় ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হালকা গাড়ি চালনায় বৈধ লাইসেন্সধারী হতে হবে।

 

৮) পদের নাম: পাম্প অপারেটর

পদ সংখ্যা: ১টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: মাধ্যমিক বা সমমান। সংশ্লিষ্টকাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত বোর্ড বা ইনন্টিটিউট হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালে ট্রেডকোর্সধারী হতে হবে।

 

৯) পদের নাম: মেইল অপারেটর

পদ সংখ্যা: ৬৯টি

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

 

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন:

১-৮ নং পদের জন্য সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর। ৯ নং পদের জন্য সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং নীলফামারী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী হলে উপরে বর্ণিত জেলাগুলো ছাড়াও ১-৮ নং পদেও জন্য খুলনা এবং ৯ নং পদের জন্য খুলনা, কুষ্টিয়া, বাগেরহাট, চুয়াডাঙ্গা, ঝালকাঠী ও রাজবাড়ী জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়স: আবেদনকারীর বয়স ১৮-৩০ বছর হতে হবে। তবে সরকারি চাকরি বিধিমোতাবেক কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর গ্রহণযোগ্য।

আবেদনের সময়সীমা: আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি ১১২ টাকা।


রাইজিংবিডি/ঢাকা/২৮ আগস্ট ২০১৯/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়