ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিশ্ব রেকর্ড গড়ে সোনা হাঙ্গেরির হোসজুর

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৮, ৭ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্ব রেকর্ড গড়ে সোনা হাঙ্গেরির হোসজুর

কাতিনকা হোসজু

ক্রীড়া ডেস্ক : ২০১২ লন্ডন অলিম্পিকটা কেটেছিল হতাশায়। মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে কাতিনকা হোসজু হয়েছিলেন চতুর্থ।

 

‘লৌহমানবী’ খ্যাত হাঙ্গেরির এই সাঁতারুই এবারের রিও অলিম্পিকে গড়লেন বিশ্ব রেকর্ড, অন্য প্রতিদ্বন্দ্বীদের অনেকটাই পেছনে ফেলে অলিম্পিকে জিতলেন প্রথম সোনা।

 

বিশ্ব রেকর্ড গড়তে হোসজু সময় নিয়েছেন ৪ মিনিট ২৬.৩৬ সেকেন্ড। ২০১২ লন্ডন অলিম্পিকে আগের বিশ্ব রেকর্ড (৪ মিনিট ২৮.৪৩ সেকেন্ড) গড়েছিলেন চীনের ইয়ে শিয়েন।

 

রিওতে যুক্তরাষ্ট্রের মায়া ডির‌্যাডো ৪ মিনিট ৩১.১৫ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন। আর ব্রোঞ্জ পদক জেতা স্পেনের মিরেইয়া বেলমন্তে গার্সিয়ার সময় লেগেছে ৪ মিনিট ৩২.৩৯ সেকেন্ড।
 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ আগস্ট ২০১৬/পরাগ/ এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়