ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভারত থেকে বাংলাদেশে আসবে আফগানিস্তান

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ১৯ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারত থেকে বাংলাদেশে আসবে আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক : ৩টি ওয়ানডে খেলতে আগামী ২১ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল।

 

মিরপুর শের-ই-বাংলায় আগামী ২৫ ও ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ হবে দিবারাত্রি। শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

 

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি নিতে গত ৫ সেপ্টেম্বর থেকে ভারতে দুই সপ্তাহের ক্যাম্প করছে আফগানিস্তান ক্রিকেট দল। ২৩ ক্রিকেটারকে নিয়ে ভারতে ক্যাম্প করেছে আফগানিস্তান। সেখান থেকেই বুধবার বিকেলে বাংলাদেশে আসবে আফগানিস্তান দল।

 

হজ্জ্ব পালনের জন্য শুরুর দিকে ক্যাম্পে ছিলেন না দলটির অধিনায়ক আজহার স্টানিকজাই, মোহাম্মদ শাহজাদ ও রহমাত শাহ। ঈদের পর দ্বিতীয় পর্বে ক্যাম্পে যোগ দেন তারা।

 

ভারত থেকে সরাসরি বাংলাদেশে আসবে দলটি। জেট এয়ারওয়েজের ফ্লাইটে ২১ সেপ্টেম্বর বিকেল ৪টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে দলটির।

 

২৬ স্কোয়াড নিয়ে ক্যাম্প করলেও সিরিজের জন্য মূল স্কোয়াড এখনও ঘোষণা করেনি আফগানিস্তান ক্রিকেট বোর্ড। মূল ম্যাচে মাঠে নামার আগে ২৩ সেপ্টেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ সেপ্টেম্বর ২০১৬/ইয়াসিন / আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়