ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

শেষ টি-টোয়েন্টিতেও বাংলাদেশের হার

ইয়াসিন হাসান: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪৮, ৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেষ টি-টোয়েন্টিতেও বাংলাদেশের হার

ইয়াসিন হাসান:  মাউন্ট মঙ্গানুইয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। টস হেরে বাংলাদেশের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৯৪ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৯৪ রান করেছেন কোরি অ্যান্ডারসন। বাংলাদেশের হয়ে রুবেল হোসেন সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন।

 

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৭ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। ফলে এ ম্যাচেও ২৭ রানের হারে তিন ম্যাচ টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। টাইগারদের হয়ে ব্যাট হাতে সৌম্য সরকার সর্বোচ্চ ৪২ এবং সাকিব আল হাসান ৪১ রান করেন।

স্কোর: নিউজিল্যান্ড ১৯৪/৪ (২০ ওভার)

        বাংলাদেশ ১৬৭/৬ (২০ ওভার)  

       ফল: নিউজিল্যান্ড ২৭ রানে জয়ী

 

সাজঘরে ফিরলেন সাব্বির, মাহমুদউল্লাহ: পার্ট টাইম স্পিনার হলেও বাংলাদেশের বিপক্ষে নিয়মিত বোলিং করছেন কেন উইলিয়ামসন। নিয়মিত সাফল্য পাওয়ায় বল করছেন উইলিয়ামসন। তৃতীয় টি-টোয়েন্টিতেও ডানহাতি এ স্পিনার পেলেন সাফল্য। সাব্বির রহমান ১৮ রানে বোল্ড হন কিউই অধিনায়কের বলে। কিছুক্ষণ পরই ইশ শোধীর বলে বোল্ড হন ১৮ রান করা মাহমুদউল্লাহ রিয়াদ।  

 

দ্যূতি ছড়িয়ে সৌম্যর বিদায়: ব্যাট হাতে দ্যূতি ছড়িয়ে সাজঘরে ফিরলেন সৌম্য সরকার। ৪২ রানে ইশ শোধীকে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে বাঁহাতি এ ওপেনার।  ২৮ বলে ৬ বাউন্ডারিতে ৪২ রানের ইনিংসটি সাজান সৌম্য। বড় ইনিংস খেলার সুযোগ আজও হাতছাড়া করলেন সৌম্য। 

 

পাওয়ার প্লে’তে বাংলাদেশের ৬৯ : পাওয়ার প্লে’র প্রথম ৬ ওভারে ৬৯ রান তুলেছে বাংলাদেশ।  ১৪ ওভারে বাংলাদেশের লক্ষ্য ১২৬ রান। 

 

উড়ন্ত শুরুর পর তামিমকে হারাল বাংলাদেশ: ইমরুল কায়েসকে টপকে তামিম ইকবালের সঙ্গে ইনিংস ওপেন করেন সৌম্য সরকার। দুই বাঁহাতি ব্যাটসম্যান বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন। ৪.৩ ওভারে বাংলাদেশ তুলে নেয় ৪৪ রান। তবে ট্রেন্ট বোল্টের করা ওভারের চতুর্থ বলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। বোল্টের শর্ট বলে মিড উইকেটে ক্যাচ দেন তামিম। ১৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৪ রান করেন তামিম। 

 

কোরি অ্যান্ডারসনের রেকর্ড:  নিউজিল্যান্ডের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন কোরি অ্যান্ডারসন। রোববার বাংলাদেশের বিপক্ষে ৪১ বলে ২ চার ও ১০ ছক্কায় ৯৪ রান করেন অ্যান্ডারসন। নিউজিল্যান্ডের হয়ে এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ৮টি ছক্কা মেরেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রাইস্টচার্চে ১১৬ রানের ইনিংস খেলতে ৮ ছয় মেরেছিলেন ম্যাককালাম।

 

শেষ দশ ওভারে ১৩৯ রান: চোখ কপালে উঠার উপক্রম! নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা শেষ দশ ওভারে তুলেছে ১৩৯ রান। এর মধ্যে কোরি অ্যান্ডারসন একাই করেছেন ৮৮ রান।  ১০ ওভারে নিউজিল্যান্ডের রান ছিল ৩ উইকেটে ৫৫ রান। ২০ ওভারে স্বাগতিকদের রান ১৯৪, ৪ উইকেটে। 

 

দুই ‘জীবনে’ উইলিয়ামসনের ৬০: দলের নির্ভরযোগ্য ও সিনিয়ার দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের কাছে জীবন পাওয়া কেন উইলিয়ামসন ৬০ রানে রুবেল হোসেনের বলে বোল্ড হন। উইলিয়ামসনকে অফস্ট্যাম্পে চেপে আসতে দেখে লেগ স্ট্যাম্পের উপর ইয়র্কার দেন রুবেল হোসেন। ৫৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬০ রান করেন কিউই অধিনায়ক।


ক্যাচ ছাড়লেন তামিমও: ৫৩ রানে সাকিব অল হাসানের হাতে জীবন পাওয়া কেন উইলিয়ামসন ৫৮ রানে দ্বিতীয় জীবন পান তামিম ইকবালের হাতে। আবারও একই বল, একই ব্যাটিং, এক ফল। এবার শুধু ফিল্ডারের পরিবর্তন। মিড উইকেটে সাকিবের পরিবর্তে তামিম। ১৬তম ওভারে সাকিব উইলিয়ামসনের ক্যাচ মিসের পর ১৮তম ওভারে তামিম কিউই অধিনায়কের ক্যাচ ছাড়েন।

সৌম্যর এক ওভারে ২১: নিজের প্রথম ওভার করতে এসে কোরি অ্যান্ডারসনের তোপে পুড়েছেন সৌম্য সরকার। প্রথম বলে উইলিয়ামসন এক রান নিয়ে অ্যান্ডারসনকে ব্যাটিংয়ে পাঠান। পরের তিন বল একটিও মাঠে থাকেনি! হাওয়ায় ভেসে বল যায় গ্যালারিতে। পঞ্চম বল অ্যান্ডারসনের ব্যাট থেকে আসে ২ রান। শেষ বলে কোনো রান পাননি বাঁহাতি ব্যাটসম্যান।

সহজ ক্যাচ ছাড়লেন সাকিব:  হাফসেঞ্চুরির স্বাদ পাওয়া নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের সহজ ক্যাচ ছেড়েছেন সাকিব আল হাসান। মাশরাফির স্লোয়ারে মিড উইকেটে ক্যাচ তুলে দেন উইলিয়ামসন। হাতের মুঠোয় থাকা ক্যাচ ফেলে দেন সাকিব। ৫৩ রানে জীবন পাওয়া উইলিয়ামসন কোথায় গিয়ে থামেন সেটাই দেখার বিষয়।

প্রতিরোধ: ৪১ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে প্রতিরোধ পায় নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসন কোরি অ্যান্ডারসনকে নিয়ে জুটি বেঁধেছেন। এ প্রতিবেদন লিখা পর্যন্ত তাদের সংগ্রহ ৬২ রান।

২৯ বল পর বাউন্ডারি: দ্রুত ৩ উইকেট তুলে নেওয়ার পাশাপাশি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের চাপে রাখে বোলাররা। ২৯ বল পর ১১তম ওভারের দ্বিতীয় বলে স্বাগতিক দল বাউন্ডারির স্বাদ পায়। মোসাদ্দেকের বলে এগিয়ে এসে মিড উইকেট দিয়ে বাউন্ডারি হাঁকান কেন উইলিয়ামসন। এর আগে পাওয়ার প্লে’র শেষ ওভারের দ্বিতীয় বলে সবশেষ বাউন্ডারিটি এসেছিল। 

প্রথম বলে মোসাদ্দেকের উইকেট: সপ্তম ওভারে মাশরাফি বিন মুর্তজা স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে বল তুলে দেন। প্রথম বলেই কিউই শিবিরে আঘাত করেন ডানহাতি এ অফস্পিনার। অফস্ট্যাম্পের বাইরের বল উড়িয়ে মারতে গিয়ে কভারে ক্যাচ দেন টম ব্রুছ। আগের ম্যাচে ৫৯ রান করা ব্রুছ আজ ফিরলেন ৫ রানে।

রুবেলের জোড়া আঘাত:  পঞ্চম ওভারে কিউই শিবিরে জোড়া আঘাত করেন রুবেল হোসেন।  দ্বিতীয় বলে এলবিডাব্লিউ হন জেমস নিশাম। রুবেলের স্ট্যাম্পের উপরের বল অন সাইডে ফ্লিক করতে গিয়ে বল মিস করেন নিশাম। ষষ্ঠ বলে স্লোয়ার দিয়েছিলেন রুবেল। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি পাওয়া কলিন মানরো ডিপ স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন। সৌম্য সরকার সামনে ডাইভ দিয়ে বল তালুবন্দি করেন।  

নিউজিল্যান্ডের ৭৩তম টি-টোয়েন্টি ক্রিকেটার ব্লান্ডেল: নিউজিল্যান্ড দলের নিয়মিত উইকেট রক্ষক লুক রনকি দ্বিতীয় টি-টোয়েন্টিতে কুঁচকিতে চোট পেয়েছিলেন। তাকে তিন সপ্তাহের জন্য বিশ্রামে পাঠানো হয়েছে। রনকির পরিবর্তে আজ উইকেটের পিছনে দাঁড়াবেন টম ব্লান্ডেল। নিউজ্যিান্ডের ৭৩তম টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে আজ টম ব্লান্ডেলের অভিষেক হল।
 


মুস্তাফিজ আউট, তাসকিন ইন: ইনজুরি থেকে ফিরে সময়টা ভালো যাচ্ছে না মুস্তাফিজুর রহমানের। বারবার বিশ্রামে যেতে হচ্ছে তাকে। প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতে একাদশে ছিলেন না মুস্তাফিজ। এবার তৃতীয় টি-টোয়েন্টিতে নেই বাঁহাতি এ পেসার। কাঁধে সামান্য ব্যাথা অনুভব করা তাকে বিশ্রাম দেওয়া হয়ে। তার পরিবর্তে আজ খেলছেন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট দলে ডাক পাওয়া তাসকিন আহমেদ।

টস: টস জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

সিরিজ: তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। আজ নিউজিল্যান্ড জিতলেই ধবলধোলাই বাংলাদেশ। 

 

নিউজিল্যান্ড ৫-০ বাংলাদেশ: এবারের নিউজিল্যান্ড সফরটা ভালো যাচ্ছে না বাংলাদেশের জন্য। ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের পর টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়েছে মাশরাফির দলের। আজ আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচে সান্ত্বনার জয় পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ জানুয়ারি ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়