ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকানোর সুযোগ বাংলাদেশের

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩০, ৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেস্ট র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকানোর সুযোগ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক : সীমিত ওভারের সিরিজ শেষ। নিউজিল্যান্ডে অসহায় আত্মসমর্পণ করেছে টাইগাররা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় আইসিসি র‌্যাঙ্কিংয়ে পয়েন্টও হারিয়েছে বাংলাদেশ।

এ সফরে স্বাগতিক দলের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচও খেলবে বাংলাদেশ। আগামী ১২ জানুয়ারি ওয়েলিংটনে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয় টেস্ট ম্যাচটি ক্রাইস্টচার্চে শুরু হবে ২০ জানুয়ারি।

টেস্ট সিরিজে পয়েন্ট বাড়ানোর সূবর্ণ সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। অন্যদিকে নিউজিল্যান্ডেরও সুযোগ আছে র‌্যাঙ্কিংয়ের পাঁচে ওঠার।

আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৯৬ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের অবস্থান ছয়ে। দুই ধাপ পর ৬৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে নয় নম্বরে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিততে পারলে নিউজিল্যান্ড পাকিস্তানকে টপকে পাঁচ নম্বরে উঠে যাবে। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারলে নিউজিল্যান্ড মাত্র ২ পাবে। কিন্তু সেরা পাঁচে জায়গা করে নিবে।


নিউজিল্যান্ড ১-০ ব্যবধানে সিরিজ জিতলে ১ পয়েন্ট বেড়ে পাকিস্তানের পাশে বসবে। ৯৭ পয়েন্ট নিয়ে পাকিস্তান রয়েছে পাঁচে। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্র হলে নিউজিল্যান্ড ২ পয়েন্ট হারাবে, বাংলাদেশের পুঁজি যোগ গবে ৫ পয়েন্ট। ওয়ানডে ও টি-টোয়েন্টির মত টেস্টে সিরিজে হোয়াইটওয়াশ হলে বাংলাদেশ ৩ পয়েন্ট হারাবে।

তবে নিউজিল্যান্ডকে ওয়াইটওয়াশ করতে পারলে বাংলাদেশ টেস্ট সিরিজ থেকে ১৪ পয়েন্ট পাবে। ৬৫ থেকে এক লাফে বাংলাদেশের পয়েন্ট হবে ৭৯, নিউজিল্যান্ড হারাবে ৫ পয়েন্ট। বাংলাদেশ ১-০ ব্যবধানে সিরিজ জিতলে নিউজিল্যান্ড ৪ পয়েন্ট হারাবে, বাংলাদেশ পাবে ১১ পয়েন্ট। তখন নিউজিল্যান্ডের পয়েন্ট হবে ৯২, বাংলাদেশের ৭৬।

অর্থ্যাৎ বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে একটি টেস্ট জিতলেই ৫ পয়েন্ট পাবে। তখন বাংলাদেশের পয়েন্ট হবে ৭০। আটে থাকা ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে বাংলাদেশ উঠে যাবে আট নম্বরে।    

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ জানুয়ারি ২০১৭/ইয়াসিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়