ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অস্ট্রেলিয়া ৪-০ তে জিতবে, পন্টিংয়ের ভবিষ্যদ্বাণী

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৭, ১৫ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়া ৪-০ তে জিতবে, পন্টিংয়ের ভবিষ্যদ্বাণী

রিকি পন্টিং

ক্রীড়া ডেস্ক : যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে আরো আগেই। চলছে কথার লড়াই। অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজে মাঠের লড়াইটা জমবে তো? প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং অবশ্য বলছেন, অস্ট্রেলিয়া সহজেই সিরিজ জিতবে।

ইংল্যান্ডের বর্তমান দলের মতো ‘দুর্বল’ ব্যাটিং লাইনআপ আগে দেখেননি পন্টিং। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে পন্টিং বলেছেন, ‘আমার মনে হয়, অস্ট্রেলিয়া সহজেই জিতবে (সিরিজ)। আপনি যদি বর্তমান ইংল্যান্ড দলটার দিকে তাকান, তারা ওপেনার খুঁজছে, তারা তিন নম্বরের ব্যাটসম্যান খুঁজছে, স্টোকস সম্ভবত থাকছে না, কয়েকজন বোলার ছিটকে পড়েছে।’

অস্ট্রেলিয়ায় সর্বশেষ অ্যাশেজে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল ইংল্যান্ড। এবার অস্ট্রেলিয়া ৪-০ তে জিতবে বলে মনে করেন পন্টিং। তিনি ইংল্যান্ডের জয়ের একমাত্র সম্ভাবনা দেখছেন অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে।

সিরিজ নিয়ে পন্টিংয়ের ভবিষ্যদ্বাণী, ‘আমার অনুমান অস্ট্রেলিয়া ৪-০ তে জিতবে। আমি মনে করি, ইংল্যান্ডের সেরা সুযোগটি অ্যাডিলেডে হবে, যেখানে ম্যাচটা হবে রাতের; গোলাপি বলে। রাতের কন্ডিশন অ্যান্ডারসন ও ব্রডের সঙ্গে মানিয়ে যাবে। কিন্তু তারা যদি ওখানে জিততে না পারে, আমি তাদের একটি জয়ও দেখতে পাচ্ছি না।’

আগামী ২৩ নভেম্বর ব্রিসবেনে শুরু হবে প্রথম টেস্ট। অ্যাডিলেড ওভালে সিরিজের দ্বিতীয় ম্যাচটা দিবারাত্রির। 



রাইজিংবিডি/ঢাকা/১৫ নভেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়