ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বর্ণবাদী বক্তব্যে বরখাস্ত ওয়েস্টহ্যাম পরিচালক

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৭, ৩ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বর্ণবাদী বক্তব্যে বরখাস্ত ওয়েস্টহ্যাম পরিচালক

ক্রীড়া ডেস্ক: আফ্রিকান ফুটবলারদের নিয়ে বর্ণবাদী বক্তব্যের জন্য ওয়েস্টহ্যাম ইউনাইটেডের নিয়োগ পরিচালক টনি হেনরিকে বরখাস্ত করা হয়েছে। ওয়েস্টহ্যাম, আফ্রিকান ফুটবলারদের চায় না বলে মন্তব্য করেছিলেন তিনি। আফ্রিকান ফুটবলাররা মাঠে ও মাঠের বাইরে মারামারির কারণ বলেও মন্তব্য করেন তিনি।

বর্ণবাদী বক্তব্যের অভিযোগ উঠলে টনি হেনরি বলেন, ‘এটা বর্ণবাদী বক্তব্য ছিল না। আমি বলতে চেয়েছি যে তারা মাঝে মাঝে মাঠে খারাপ আচরণ করে। আমরা দেখতে পেয়েছে যখন তারা দলে থাকে না তখন মারামারি সৃষ্টি করে।’

বৃহস্পতিবার হেনরিকে বরখাস্ত করে ওয়স্টহ্যাম। এ প্রসঙ্গে এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘ওয়েস্টহ্যাম ইউনাটেড নিয়োগ পরিচালকের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছে। অগ্রহণযোগ্য বক্তব্যের প্রভাব এবং সাম্প্রতিক সময়ে গনমাধ্যমের সমালোচনায় টনি হেনরিকে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ তদন্তের পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়েস্টহ্যাম ইউনাইটেড কোনো ধরনের বৈষম্য সহ্য করে না। লিঙ্গ, বয়স, সামর্থ্য এবং ধর্মকে ছাড়িয়ে এটি একটি পরিবারের মতো।’

ইংলিশ লিগে চলতি মৌসুমে ২৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১২তম অবস্থানে রয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড। লিগে আজ ব্রাইটনের মুখোমুখি হবে দলটি।



রাইজিংবিডি/ঢাকা/৩ ফেব্রুয়ারি ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়