ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এমন কিছু হবে ভাবতেই পারেননি রুবেল 

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ১৮ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এমন কিছু হবে ভাবতেই পারেননি রুবেল 

ক্রীড়া ডেস্ক : নিজের প্রথম তিন ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন তিনিই। সেই রুবেল হোসেন এক ওভারেই দিলেন ২২ রান। সেটিই গড়ে দিল পার্থক্য। নিহাদাস ট্রফির ফাইনালে হারের পর তাই নিজেও মুষড়ে পড়েছেন ডানহাতি এই পেসার।

রোববার কলম্বোতে জয়ের জন্য শেষ তিন ওভারে ভারতের দরকার ছিল ৩৫ রান। ১৮তম ওভারটি উইকেট মেডেন নেন মুস্তাফিজুর রহমান। লেগ বাই থেকে আসে যদিও ১ রান। শেষ দুই ওভারে দরকার ৩৪ রান। জয় তখন বাংলাদেশের হাতের মুঠোয়।

১৯তম ওভারে বোলিংয়ে আসেন রুবেল। কিন্তু তার এই ওভারে দিনেশ কার্তিক নেন ২২ রান। শেষ ওভারে ১২ রান আটকাতে পারেননি পার্ট-টাইম বোলার সৌম্য সরকার। ভারতের কাছে ৪ উইকেটের হারে শিরোপা স্বপ্ন ভাঙে বাংলাদেশের।

হারের দায়টা নিজের কাঁধেই নিচ্ছেন রুবেল। ম্যাচ শেষে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে রুবেল লিখেছেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর থেকেই খুব খারাপ লাগছে। সত্যি বলতে আমি কখনোই ভাবিনি আমার কারণে বাংলাদেশ দল জয়ের এত কাছে এসেও ম্যাচ থেকে এভাবে ছিটকে যাবে। সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমাকে ক্ষমা করে দিয়েন সবাই।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়