ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জুটির বিশ্ব রেকর্ড ফখর-ইমামের

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ২০ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জুটির বিশ্ব রেকর্ড ফখর-ইমামের

ক্রীড়া ডেস্ক : ওয়ানডেতে সবচেয়ে বড় উদ্বোধনী জুটির বিশ্ব রেকর্ড গড়লেন পাকিস্তানের ফখর জামান ও ইমাম-উল-হক।

বুলাওয়েতে শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ৩০৪ রানের উদ্বোধনী জুটি গড়েন এই দুজন। এই প্রথম তিনশ রানের উদ্বোধনী জুটি দেখল ওয়ানডে ক্রিকেট। ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া ও উপুল থারাঙ্গার ২৮৬ রানের উদ্বোধনী জুটি ছিল আগের রেকর্ড।

ফখর-ইমাম জুটির ৩০৪ রান যেকোনো উইকেটেই পাকিস্তানের সবচেয়ে বড় জুটি। ১৯৯৪ সালে শারজাহতে নিউজিল্যান্ডের বিপক্ষে আমির সোহেল ও ইনজামাম-উল হকের ২৬৩ রানের দ্বিতীয় উইকেট জুটি ছিল আগের রেকর্ড। চাচার (ইনজামাম) রেকর্ড ভেঙে দিলেন ভাতিজা (ইমাম)!

ওয়ানডে ইতিহাসে যেকোনো উইকেটে ফখর-ইমামের চেয়ে বড় জুটি আছেই আর মাত্র তিনটি। সবগুলোই দ্বিতীয় উইকেটে। ২০১৫ বিশ্বকাপে ক্যানবেরায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলসের ৩৭২ রানের জুটি সবার ওপরে আছে।

রেকর্ড জুটির পথে ইমাম ১১৩ রান করে ফিরলেও

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়