ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নেইমারের জন্য ৩০০ মিলিয়নে প্রস্তুত রিয়াল

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ১৮ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেইমারের জন্য ৩০০ মিলিয়নে প্রস্তুত রিয়াল

ক্রীড়া ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বড় তারকার অভাবটা ইউরোপিয়ান সুপার কাপে বুঝতে পেরেছে রিয়াল মাদ্রিদ। টানা তিন বারের চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ফাইনালে বড় ব্যবধানে হেরেছে।

মৌসুমের শুরুতেই এমন ধাক্কা খেয়ে নড়ে বসেছে রিয়ালের কর্তা ব্যক্তিরা। রোনালদোর মতো বড় তারকার অভাব পূরণ করতে এবার মরিয়া হয়ে উঠেছে তারা। রোনালদোর বিকল্প হিসেবে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকেই দেখছেন তারা। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে তাকে পেতে ৩০০ মিলিয়ন ইউরো পর্যণ্ত খরচ করতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ।

লা লিগায় ট্রান্সফার উইন্ডো খোলা থাকবে চলতি মাসের শেষ নাগাদ। এর মধ্যেই নেইমারের মতো বড় তারকাকে পাওয়ার জন্য নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

তবে ৩০০ মিলিয়ন ইউরোর অবিশ্বাস্য ট্রান্সফার ফিতেও আগ্রহ নেই পিএসজির। আরব ধনকুবেরদের মালিকানাধীন এই ক্লাবটির কাছে টাকা কোনো বিষয় নয়। তবে রিয়াল মাদ্রিকে এই ক্ষেত্রে আশা দেখাচ্ছে উয়েফা।স্পন্সর চুক্তিতে পিএসজির অনিয়ম নিয়ে তদন্ত করছে উয়েফা। অভিযোগ রয়েছে পিএসজির স্পন্সর বাজার দর নাকি অন্যদের থেকে কয়েকগুণ বেশি। স্পন্সর চুক্তির গোপন অংশ ব্যাংক হিসেবে রয়েছে কিনা সেগুলো নিয়েও তদন্ত চলছে। তদন্ত শেষে এ মাসের শেষের দিকে রায় দিবে উয়েফা। আর এ জন্য পিএসজিকে উয়েফা শাস্তি দিলেই তবেই নেইমারকে পাওয়া সম্ভাবনা থাকবে রিয়ালের।



রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়