ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মেসি-কৌতিনহোর নৈপূণ্যে বার্সেলোনার জয়

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৬, ১৯ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেসি-কৌতিনহোর নৈপূণ্যে বার্সেলোনার জয়

ক্রীড়া ডেস্ক: জয় দিয়ে অধিনায়ক লিওনেল মেসির যাত্রা শুরু হল।

আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো আর্মব্যান্ড পড়ে মাঠে নামলেন মেসি। বার্সেলোনার অধিনায়কত্ব মানেই বাড়তি দায়িত্ব, বাড়তি চাপ। প্রথম ম্যাচে বেশ ভালোভাবে নিজের দায়িত্ব সামলেছেন মেসি। দলকে জিতিয়েছেন ৩-০ ব্যবধানে। দেপোর্তিভো আলাভেসকে হারাতে মেসি করেছেন জোড়া গোল। আরেকটি গোল এসেছে কৌতিনহোর পা ছুঁয়ে। 



শনিবার ক্যাম্প ন্যুয়ে লা লিগার নতুন মৌসুমের যাত্রা শুরু হয় বার্সেলোনার। নিজেদের প্রথম ম্যাচে দারুণ শুরু করে স্বাগতিকরা। দেপোর্তিভো আলাভেস বার্সার সামনে কোনো প্রতিরোধ গড়তে পারেনি। তবে প্রথমার্ধে কোনো গোল হজম করেননি সফরকারীরা।

দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে দেপোর্তিভো আলাভেসের রক্ষণ ভাঙেন মেসি। দারুণ ফ্রি-কিকে বল জালে পাঠান। আর এ গোল দিয়ে লা লিগায় ৬ হাজার গোল পূর্ণ হয় বার্সেলোনার। প্রথম গোলের পরপরই মেসির আরেকটি শটে গোল পেতে পারত বার্সেলোনা। কিন্তু আর্জেন্টাইন যাদুকরের নেওয়া শট ফিরে আসে পোস্টে লেগে।



৪৬ মিনিটে নেলসন সিমিডরের বদলি হিসেবে মাঠে নামেন ব্রাজিলের কৌতিনহো। বার্সেলোনার হয়ে দ্বিতীয় গোলটি করেন কৌতিনহো। ৮৩ মিনিটে আর্থারের পাস পেয়ে বল পেয়ে ডি বক্সে ঢুকে একজনকে কাটিয়ে ডানপায়ে শট বাঁকানো শট নেন কৌতিনহো। তার শট খুঁজে নেয় দেপোর্তিভো আলাভেসের জাল।

ম্যাচের শেষ মুহূর্তে মেসি দ্বিতীয় গোলের স্বাদ পান। লুইস সুয়ারেজের বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে বামপায়ে শট নিয়ে গোল করেন মেসি। রেফারি শেষ বাঁশি বাজালে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।



রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়