ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যুব এশিয়া কাপে বাংলাদেশের চূড়ান্ত দল

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ১২ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুব এশিয়া কাপে বাংলাদেশের চূড়ান্ত দল

ক্রীড়া প্রতিবেদক : বড়দের এশিয়া কাপের পর্দা নামার পরদিনই বাংলাদেশে শুরু হবে যুবাদের এশিয়া কাপ।

আট দলের অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের পর্দা উঠবে ২৯ সেপ্টেম্বর। ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে যুব এশিয়া কাপের ম্যাচগুলো।

এশিয়া কাপকে সামনে রেখে চট্টগ্রামে ক্যাম্প করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গত ৩০ আগস্ট ২৩ ক্রিকেটারকে নিয়ে শুরু হয় ক্যাম্প। ক্যাম্পের পর যুব দলের নির্বাচক প্যানেল চূড়ান্ত দলের জন্য ১৫ জনকে নির্বাচিত করে। স্ট্যান্ডবাই রাখা হয়েছে চারজনকে। বাদ পড়েছেন চার খেলোয়াড়।

চূড়ান্ত দলে ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন, তৌহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তানিম, সাজিদ হোসেন সিয়াম, প্রান্তিক নওরোজ নাবিল, অমিত হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, মিনহাজুর রহমান মোহনা, মোহাম্মদ রিশাদ হোসেন, শরীফউল ইসলা, মেহেদী হাসান, মোহাম্মদ মৃতুঞ্জয় চৌধুরী নিপুন ও অভিষেক দাশ।

স্ট্যান্ড বাই হিসেবে আছেন, মাহমুদুল হাসান জয়, প্রীতম কুমার, তানজীম হাসান সাকিব, আহসানুউল্লাহ হিল গালিব।

যুব এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিটি ম্যাচ চট্টগ্রামে। ২৯ সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ১ অক্টোবর জুনিয়র টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। পরদিন ২ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ হংকং।



রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৮/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়