ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্লিপ ক্যাচিংয়ে দুর্বলতা, কাঠগড়ায় ঘরোয়া ক্রিকেট

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ১ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্লিপ ক্যাচিংয়ে দুর্বলতা, কাঠগড়ায় ঘরোয়া ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে : টেস্টে স্লিপ ফিল্ডিংয়ে ভালো না করায় ঘরোয়া ক্রিকেটকে দুষছেন বাংলাদেশের প্রধান কোচ স্টিভ রোডস। তার মতে, ঘরোয়া ক্রিকেটে স্লিপ ক্যাচিংয়ে পর্যাপ্ত সুযোগ পান না ফিল্ডাররা।

এর প্রধান কারণ স্পষ্ট, মানসম্মত বোলিং আক্রমণ এবং স্পিন নির্ভর মানসিকতা! ঘরোয়া ক্রিকেটে একাধিকবার দেখা গেছে, এক পেসার নিয়ে একাদশ সাজিয়েছে দল। তাই নতুন বলে শুরুতেই পেস আক্রমণের সঙ্গে যুক্ত হন স্পিনাররা। আবার পেস আক্রমণ বেশিক্ষণ চালিয়ে যাওয়ার পক্ষেও থাকেন না অধিনায়করা। দুই প্রান্তেই চলে স্পিন আক্রমণ।

মানসম্মত বোলিং আক্রমণও আরেকটি বড় কারণ! পেসাররা ধারাবাহিক না হওয়ায় ব্যাটসম্যানরা আক্রমণ চালান ইনিংসের শুরুতেই। রান আটকাতে অধিনায়ক ফিল্ডিং ছড়িয়ে দেন উইকেটের চারিপাশে। শুরুতে দুই স্লিপ, এক গালি ও পয়েন্ট নিয়ে শুরু করলেও ধীরে ধীরে উইকেটের পেছনে থেকে ছড়িয়ে ছিটিয়ে যান ফিল্ডাররা। তাইতো স্লিপ ফিল্ডিংয়ে চর্চা হয় খুব সামান্যই।

এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও। ওয়েস্ট ইন্ডিজ সফরে স্লিপে একাধিক ক্যাচ মিস করেছেন ফিল্ডাররা। তাৎক্ষণিক বিষয়টি বুঝতে না পারলেও ঘরোয়া ক্রিকেটের খোঁজ-খবর নিয়ে কোচ বুঝেছেন কেন শিষ্যরা স্লিপ ক্যাচিংয়ে নাজুক! তাইতো ঘরোয়া ক্রিকেটকে দুষেছেন হেড কোচ।

বৃহস্পতিবার সিলেটে কোচ বলেছেন,‘স্লিপ ফিল্ডারদের জন্য আমার সহমর্মিতা। ঘরোয়া ক্রিকেটে খুব বেশি স্লিপ থাকে না। উইকেট থাকে ফ্ল্যাট এবং স্লো। স্পিনাররা ওভারের পর ওভার করে যায়। তাই স্লিপ ফিল্ডাররা অনুশীলনের পর্যাপ্ত সুযোগ পায় না। তাইতো ন্যুনতম অভিজ্ঞতা ছাড়াই টেস্টে মাঠে নামতে হয় তাদেরকে। বিদেশে সাফল্যের এটা বড় বাঁধা। তাইতো এখানে কঠোর পরিশ্রম করছে খেলোয়াড়রা।’



স্লিপ ক্যাচিং নিয়ে চলতি সিরিজের শুরু থেকেই কাজ করছেন স্টিভ রোডস। ফিল্ডিং কোচ রায়ান কুকও ঘাম ঝরাচ্ছেন। লিটন, শান্ত, মিথুন ও মিরাজকে প্রস্তুত করছে টিম ম্যানেজম্যান্ট,‘লিটন এখন খুব ভালো করছে। ও দারুণ ফিল্ডার। মিথুন এখানে এসে যথেষ্ট উন্নতি করেছে। শান্ত স্লিপে পারদর্শী। আমাদের দলে ইমরুল এবং মিরাজও এ কাজটা করতে পারে। এ মুহূর্তে অনেককেই প্রস্তুত রাখা হচ্ছে।’

এদিকে স্টিভ রোডস জানালেন, উইকেটের পিছনে ফিরতে যাচ্ছেন মুশফিকুর রহিম। তার ভাষ্য,‘মুশফিক কিপিং করবে। এই মুহূর্তে এটাই পরিকল্পনা। আমাদের দলে লিটন ও মিথুনও আছে। অপশন আছে। আমার চোখে উইকেটের পিছনে মুশফিক সেরা। মুশফিক আমাদের সেরা উপহার। লড়াকু ক্রিকেটার।’



রাইজিংবিডি/সিলেট/১ নভেম্বর ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়