ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাফায়াতের ময়নাতদন্ত সম্পন্ন

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাফায়াতের ময়নাতদন্ত সম্পন্ন

বুধবার বাংলামোটরে বাড়ির ভেতর থেকে পিতা নুরুজ্জামান কাজলকে আটক করে পুলিশ (ফাইল ফটো)

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাংলামোটর থেকে উদ্ধার হওয়া শিশু সাফায়াতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, ‘তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সাফায়াতের শরীরে বাহ্যিক আঘাতের চিহ্ন নেই এবং কপালে একটি ছোট আঘাতের চিহ্ন রয়েছে। কোনো রক্তক্ষরণ হয়নি। ব্রেন ও লিভারেও কিছুটা ফোলা পাওয়া গেছে। ব্লাড সংগ্রহ করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্টের আলামত নেই। শিশুটি অপুষ্টিতে ভুগছিল। এগুলো রাসায়নিক পরীক্ষার পরই নিশ্চিত করে বলা যাবে মৃত্যুর কারণ।’

উল্লেখ্য, বুধবার শিশু সাফায়াতের মরদেহ বাংলামোটরের বাসা থেকে উদ্ধার করে পুলিশ। এ সময় তার বাবাকে পুলিশ থানা হেফাজতে নেওয়া হয়।




রাইজিংবিডি/ঢাকা/৬ ডিসেম্বর ২০১৮/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়