ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কামাল মজুমদারের প্রচারকেন্দ্রে হামলা : ১০ জনের রিমান্ড

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ১৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কামাল মজুমদারের প্রচারকেন্দ্রে হামলা : ১০ জনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামাল মজুমদারের প্রচারকেন্দ্রে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ১০ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন-আনোয়ার হোসেন (শিবিরকর্মী), আহসান উল্লাহ (জামায়াত কর্মী), গোলাম রব্বানী (শিবিরকর্মী), রওনক হোসেন, মিজানুর রহমান, মো. হাসান, জহিরুল ইসলাম, মাওলানা আমির হামজা, ফিরোজ আহম্মেদ ও ইছাহাক।

মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই সাহাবুর রহমান আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

মামলার সুষ্ঠু তদন্ত, ঘটনার রহস্য উদঘাটন, বিস্ফোরকদ্রব্য ককটেল বোমা উদ্ধার, পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে আসামিদের নিয়ে অভিযান পরিচালনাসহ জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা।

আসামিরা জামিন পেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনের মাধ্যমে নির্বাচন বানচাল করার সম্ভাবনা রয়েছে জানিয়ে জামিনের বিরোধিতা করেন তদন্ত কর্মকর্তা। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে একদিনের রিমান্ডের আদেশ দেন।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রাতে কামাল মজুমদারের মিরপুরের ৬০ ফুট সড়ক সংলগ্ন মোল্লাপাড়ার প্রচারকেন্দ্রে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা মহানগর (উত্তর) তাঁতী লীগের সাধারণ সম্পাদক এস এম মোশারেফ হোসেন মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে লড়ছেন ২০ দলের মনোনীত প্রার্থী জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান।



রাইজিংবিডি/ঢাকা/১৯ ডিসেম্বর ২০১৮/মামুন খান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়