ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

উপ-হিসাব মহানিয়ন্ত্রকসহ দুজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ৭ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উপ-হিসাব মহানিয়ন্ত্রকসহ দুজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের মামলার আসামি উপ-হিসাব মহানিয়ন্ত্রক মো. দুলাল উদ্দিন ও মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির দায়ে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে পৃথক দুটি চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মো. দুলাল উদ্দিনের বিরুদ্ধে ৬৯ লাখ ১০ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও ৬৭ লাখ ৯৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে ওই চার্জশিট দুটি অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির জনসংযোগ দপ্তর জানিয়েছে।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, আসামি মো. দুলাল উদ্দিনের বিরুদ্ধে ৬৯ লাখ ১০ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও ৬৭ লাখ ৯৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। যা দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ‌্য অপরাধ। ২০১৭ সালের ৩১ জানুয়ারি ময়মনসিংহের কোতয়ালী থানায় দুদকের সহকারী পরিচালক এ কে এম বজলুর রশীদ বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন।

অ‌ন‌্যদিকে, রাজারবাগ পুলিশ লাইনের পুলিশ কনস্টেবল মো. শরিফুল ইসলামের বিরুদ্ধে জাল মুক্তিযোদ্ধার সনদ তৈরি করে কনস্টেবল পদে চাকরি গ্রহণ করার দায়ে দণ্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় চার্জশিট অনুমোদন দিয়েছে কমিশন। ২০১৩ সালের ১০ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মো. শহীদুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।




রাইজিংবিডি/ঢাকা/৭ জানুয়ারি ২০১৮/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়