ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রুশোর আউটকে টার্নিং পয়েন্ট বলছেন মাশরাফি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ১১ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রুশোর আউটকে টার্নিং পয়েন্ট বলছেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক : হাতের মুঠো থেকে জয় হাতছাড়া হয়েছে রংপুরে রাইডার্সের। ঢাকা ডায়নামাইটসের কাছে ২ রানে হারের পর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানালেন, রাইলি রুশোর আউটটাই ম্যাচের গতিপথ পরিবর্তন করে দেয়।

৮৪ রান তাড়ায় ২৫ রানে ২ উইকেট হারিয়েছিল রংপুর। এরপর রুশো ও মোহাম্মদ মিথুনের শতরানের জুটিতে জয়ের পথেই ছিল তারা। দুজনের জুটি তখন ১২১ রানের। রুশো ব্যাটিংয়ে ৮৩ রানে। জয়ের জন্য রংপুরের ২৮ বলে দরকার ৩৮ রান, হাতে ৭ উইকেট। এমন সময়েই আলিস আল ইসলামকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্টাম্পড হন রুশো।

সংবাদ সম্মেলনে রুশোর আউটকেই ম্যাচের টার্নিং পয়েন্ট বললেন মাশরাফি, ‘আমার মনে হয় রুশোর আউটটা (টার্নিং পয়েন্ট)। তাও আবার দুটো সেট ব্যাটসম্যান আউট হয়ে যাওয়া। রুশোর পর মিঠুন। আমার কাছে মনে হয় যে, রানটা এত হওয়ার কথা না ওদের। আমরা অনেক বাজে ফিল্ডিং করেছি। নইলে হয়তো বা আরো ক্লোজ হতো।’

রুশো আউট হলেও টিকে ছিলেন মিথুন। কিন্তু আলিসের পরের ওভারে ফেরেন তিনিও। পরের দুই বলে আরো দুই উইকেট নিয়ে আলিস করেন হ্যাটট্রিক। দুই সেট ব্যাটসম্যান আউট হওয়ার পর অন্যদের ওপর চাপ পড়েছিল বলে জানালেন মাশরাফি, ‘১৮ বলে ২৬ রান মানে ৮ উইকেট (আসলে ৬ উইকেট) হাতে ছিল, ম্যাচটা অবশ্যই আমাদের দিকে ছিল। কারণ দুইটা সেট ব্যাটসম্যান ক্রিজে ছিল আর তারা একসাথে আউট হওয়াতে তখন আবার নতুন ব্যাটসম্যান আসায় দুইটা বল ডট দিলে রান রেটটা আবার বাড়তে থাকে, সুতরাং চাপ চলে আসে। তখন একটা সেট ব্যাটসম্যান থাকলে ম্যাচটা সহজ হয়ে যেত।’

মাশরাফি কৃতিত্ব দিলেন অভিষেকে হ্যাটট্রিক করা আলিসকেও, ‘অবশ্যই ও ভালো করেছে। বলে ভ্যারিয়েশন আছে। ওর জন্যও ভালো হয়েছে যে এই ধরনের স্টেজে এসে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভালো বল করে ম্যাচ জিতিয়েছে। শেষ মুহুর্তে যেয়ে আমাদের ভুলের কারণে ম্যাচটা হেরেছি কিন্তু ক্রেডিট অবশ্যই তার। কারণ সে ওই সময় নার্ভটা ধরে রেখেছিল এবং ডেলিভার করতে পেরেছিল।’



রাইজিংবিডি/ঢাকা/১১ জানুয়ারি ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়